এক পশলা বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস বাংলার এই জেলায়
Connect with us

বাংলার খবর

এক পশলা বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস বাংলার এই জেলায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  অবশেষে কালবৈশাখীর দেখা মিললো সিউড়িতে। আবহাওয়া দফতরের নির্দেশিকা একটা ছিল। শুক্রবার থেকে শুরু হবে রাজ্যে কালবৈশাখীর প্রবেশ । যদিও ছোট ছোট কালবৈশাখী রাজ্যের ঢুকলেও বড় কোন নিম্নচাপ বা কালবৈশাখী এখনো পর্যন্ত সেভাবে রাজ্যে আছড়ে পড়েনি।

গতবার গ্রীষ্মকালে বারবার উঠে এসেছিল বিভিন্ন নিম্নচাপের ভ্রুকুটি। প্রাণ হারিয়েছিল বেশ কয়েকজন। কিন্তু এবার সেই কালবৈশাখী ছোট ছোট রূপে বীরভূম সহ অন্যান্য জেলাতেও শুরু হয়ে গিয়েছে। প্রথমে ঝড়ের দাপট তারপর আরম্ভ হয় বৃষ্টি। যে বৃষ্টির জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেই বৃষ্টি আজ মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে! যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।বীরভূম জেলায় তবুও এই এক পশলা বৃষ্টি অনেকটাই স্বস্তির দেখা গিয়েছে বীরভূমে।

আরও পড়ুন: সোমবার থেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে রাজপথ, আবহাওয়া নিয়ে বড় খবর দিল হাওয়া অফিস

Advertisement

এদিকে তীব্র গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। দাবদাহে জ্বলছে সাধারণ মানুষ। কাঠফাটা রোদে নাজেহাল মানুষ। এই অবস্থায় আবহাওয়া নিয়ে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।জানা গিয়েছে, শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। রবিবার থেকে ঝড়-কালবৈশাখী হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’…কাকে এমন বললেন ফিরহাদ হাকিম

কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

Advertisement