বাংলার খবর
তুমুল বৃষ্টিতে ভিজল শহর কলকাতা, জেলায়-জেলায় কালবৈশাখীর দাপট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবহাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে শনিবার বিকেল গড়াতেই প্রবল ঝড়বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। শুধু কলকাতা নয় ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিও।
আবহাওয়া অফিসের পূর্বাভাস মতন শনিবার বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখা যায় কালবৈশাখীর দাপট। বৃষ্টির সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। কয়েক মিনিটের ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা শহর। বন্ধ হয়ে যায় টালিগঞ্জ-নিউ গড়িয়া মেট্রো পরিষেবা।
জানা গিয়েছে, এদিন বিকেলে ঝড়ের দাপটে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। তুমুল বৃষ্টি এবং সেই সঙ্গে ঝড়ের দাপটে আলিপুর রেডরোডে ভেঙে পড়ে গাছ। ধুলোর ঝড়ে উড়ে যায় ইডেনের পিচ। জলমগ্ন হয়ে পড়ে কলেজস্ট্রিটের একাংশ। তুমুল বৃষ্টি শুরু কলকাতা, উত্তর ২৪ পরগণায় ইতিমধ্যেই। বেহালা,বারাসাত প্রায় পূর্বাভাস মিলিয়ে সব জায়গায় জোর বৃষ্টি শুরু হয়েছে। দমকা হাওয়ায় স্বস্তি ফিরছে কলকাতায়।
এদিকে ঝড়ে ডাফরিন রোডে-আলিপুরে ভেঙে পড়েছে গাছ। বর্ধমানে ঝড়ের দাপটে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। অপরদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ব্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ৮০ শতাংশ পর্যন্ত ছাড়! দেখুন কি কি আছে ঝুলিতে
দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। শনিবারের পাশাপাশি রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।