বিনোদন
তিনি থাকেন রাজপ্রাসাদে তার অট্টলিকার অন্দরমহল দেখলে আতকে উঠবেন
প্রসেনজিৎ চ্যাটার্জীর বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে তার বিভিন্ন ধরনের ছবি, এবং নানা রকম পুরস্কার। আর সেই বাড়িতে রয়েছেন তার স্ত্রী অর্পিতা চ্যাটার্জি ও পুত্র তৃষানজিৎ চ্যাটার্জী এবং তার পোষ্যরাও।

বেঙ্গল এক্সপ্রেস: টলি পাড়ার সুপারস্টার, না তিনি দেব নন, তিনি জিৎ ও নন তিনি হলেন,প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee)। তবে তাকে তার ভক্তরা ও অন্যান্য মানুষেরা বুম্বাদা বলে ডাকতে পছন্দ করেন। তিনি এক রাজপ্রসাদ সমান বাড়িতে থাকেন। তার ব্যক্তিগত জীবন হোক কিংবা পর্দার সিনেমা সবকিছুতেই তিনি চর্চার শীর্ষে, তেমনি এক চর্চার মধ্যে পড়ে তার বাড়িও।ভক্তদের সেই বাড়ি নিয়ে কৌতূহলের শেষ নেই। হ্যাঁ কলকাতার বুকেই রয়েছে সেই রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের অন্দরমহল দেখলে আপনিও চমকে উঠবেন। চলুন দেখে নেওয়া যাক তার বাড়ি নামক রাজপ্রাসাদ।
বালিগঞ্জে রয়েছে তার এই বিশাল বাড়ি। আর সেই বিশাল বাড়িতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে পার করতে হবে প্রধান গেট। আর সেই গেট পার করার পর রয়েছে এক লম্বা রাস্তা। আর সেই রাস্তার দুই পাশে রয়েছে বিশাল বড় বাগান। সে বাগানে বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ আরো নানা রকমের গাছ। এরপর বাগান শেষ হলে তার বাড়িতে ঢোকার প্রথম দরজা। আর সেই দরজা খুলে ভিতর প্রবেশ করলে, আপনি প্রথম একতলাতেই দেখতে পারবেন অতিথিদের বসার জন্য এক সুবিশাল জায়গা রয়েছে।
প্রসেনজিৎ চ্যাটার্জির আরেকটি নাম রয়েছে যেটা বেশিরভাগ বাড়ির লোকেরা তাকে ডেকে থাকেন সেটি হল উৎসব। প্রসেনজিৎ চ্যাটার্জির অফিস রুমও একতলাতেই, সেখানেই তিনি মুভির স্ক্রিপ্ট পরেন ও আরো বিভিন্ন অফিশিয়াল কাজ করেন। তিনি আরো জানান যে, সারাদিন বিভিন্ন কাজের পর বাগানে এসে একটু বসলে, সব ধরনের হয়রানি-ক্লান্তি কেটে গিয়ে মনে শান্তি আসে। প্রসেনজিৎ চ্যাটার্জীর বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে তার বিভিন্ন ধরনের ছবি, এবং নানা রকম পুরস্কার। আর সেই বাড়িতে রয়েছেন তার স্ত্রী অর্পিতা চ্যাটার্জি ও পুত্র তৃষানজিৎ চ্যাটার্জী এবং তার পোষ্যরাও।