বাংলার খবর
৯৪ তম নির্বাচনে লড়তে চলেছেন হাসানুরাম!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার জন্য। তেমনই ভোটে জয়ের রেকর্ড তো অনেক শুনেছেন। কিন্তু পরাজয়ের রেকর্ড! বা পরাজিত হওয়ার জন্যই কেউ ভোটে দাঁড়ায়! কখনও শুনেছেন? উত্তরপ্রদেশের আগ্রায় খোঁজ মিলবে এমনই এক ব্যক্তির।
যিনি পরাজয়ের রেকর্ড গড়তেই ভোটে লড়েন! আগ্রার খেরাগড় বিধানসভা আসন থেকে নির্দল প্রার্থী হয়েছেন হাসানুরাম আম্বেদকরি। তাঁর পদবির সঙ্গেই মিল রয়েছে তাঁর আদর্শেরও। বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের অনুগামী হাসানুরাম এবার ৯৪ তম নির্বাচনে লড়ছেন। তাঁর লক্ষ্য, শততমবার নির্বাচনে লড়াইয়ের অভিলাষ পূর্ণ করা। ১৯৮৫ সাল থেকে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সব নির্বাচনেই লড়ে আসছেন তিনি। প্রথম দিকে জয়ের আশা নিয়ে লড়লেও কয়েকটি নির্বাচনে হারার পর বুঝে যান বড় দলের সঙ্গে লড়ে তাঁর পক্ষে জেতা মুশকিল। তাই তিনি স্থির করেন জয় না হোক, ১০০টি নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হওয়ার রেকর্ড গড়বেন তিনি। ৭৪-এর বৃদ্ধ পেশায় কৃষি শ্রমিক।
পরাজয়ের রেকর্ড গড়তে চাইলেও প্রচারে পিছিয়ে নেই তিনি। ইতিমধ্যেই স্ত্রীকে নিয়ে বাড়িবাড়ি গিয়ে প্রচারও শুরু করেছেন। তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণির জন্য লড়াই করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন হাসানুরাম। ১৯৮৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন হাসানুজ্জামান। কিন্তু সেই মনোনয়ন বাতিল হয়ে যায়। ১৯৮৯ সালে লোকসভা নির্বাচনে ফিরোজাবাদ আসন থেকে লড়ে ৩৯ হাজার ভোট পান হাসানুরাম। সেটাই ছিল তাঁর সর্বোচ্চ ভোট পাওয়া। তবে কপালের ফেরে যদি জিতে যান হাসানুরাম, সেক্ষেত্রে তিনি খুশি হবেন কিনা বলা মুশকিল। রেকর্ড অধরা থেকে যাবে যে!