আন্তর্জাতিক
হরিশ্চন্দ্রপুরে ১১ কেজি গাঁজা উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ সামনেই প্রজাতন্ত্র দিবস। সারা দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের দিন দেশে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ডাকাতির ঘটনার পর মালদার হরিশ্চন্দ্রপুরে পুলিশি তৎপরতা আরও বেড়েছে।
প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা সুনিশ্চিত ও নাশকতা আটকাতে বিহার সীমান্তজুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। বৃহস্পতিবার নাকা চেকিংয়ের সময় মশালদা গ্রাম পঞ্চায়েতের করকোরিয়া তালগাছি এলাকা থেকে এক গাজা পাচারকারীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম, সাদ্দাম হোসেন (২৭)।
বাড়ি হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের মশালদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নাকা চেকিংয়ের সময় বাইকে করে ওই পাচারকারী তাঁর সঙ্গীকে নিয়ে যাচ্ছিলেন। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার হয়। বাইকে থাকা অপর ব্যক্তি পলাতক। বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।