বাংলার খবর
কোভিড সচেতনতা বাড়াতে এবার পথে নামলেন হনুমান!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লক্ষণকে বাঁচাতে সাত সমুদ্র পাড়ি দিয়ে এনেছিলেন সঞ্জীবনী। এবার কোভিড সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পথে নামলেন হনুমান! অভিনব করোনা সচেতনতা প্রচার দেখা গেল হাওড়ায়। বাড়ি থেকে বেরোবেন না। বেরোলেই মারণ রোগ করোনা ভাইরাস আক্রমণ করতে পারে আপনাকে।
আক্রমণের শিকার হলে ভর্তি হতে হবে হাসপাতালে। আর তার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে শেষ অবধি মৃত্যু অনিবার্য, যমরাজ টেনে নিয়ে যাবে পৃথিবী থেকে তাকে! সকলকে আবেদন করলেন ঘরে থাকার। রবিবার সাত সকালে কালিবাবু বাজার এলাকায় কোভিড নিয়ে সচেতনতা বাড়াতে এবং বিধি নিষেধ মেনে চলার এই বার্তা নিয়েই এবার রাস্তায় নামলেন স্বয়ং হনুমান! কোভিডকে হারাতে হাওড়াবাসী যাতে আরও কঠোরভাবে সরকারের লাগু করা বিধি-নিষেধ মেনে চলেন, তাই হাওড়া পৌরনিগমের প্রাক্তন পৌর প্রতিনিধি মল্লিকা রায়চোধুরী এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন।
এদিন হাওড়া শহরের কালিবাবু বাজার এলাকার বিভিন্ন রাস্তায় রাস্তায় হনুমান ঘুরে বেরিয়ে বিভিন্ন সচেতনমূলক বার্তা দিল নগরবাসীকে। পাশাপাশি মাস্ক বিলি করার পাশাপাশি মাস্কহীন মানুষ দেখতে পেলেই হনুমান তার গদা দিয়ে মারও দিল। এই প্রসঙ্গে ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি মল্লিকা রায় চৌধুরী জানান, ‘করোনা ভাইরাসের ভয়ঙ্কর দিকটা বোঝাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ। এখনও অনেক মানুষ সচেতন নন। তাই হনুমানজির সামনে তাদেরকে শপথ নিয়ে মাস্ক দেওয়া হচ্ছে। এর আগে একইভাবে যমরাজের মাধ্যমেও কোভিড সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছিলাম আমরা।’