বাংলার খবর
কুকুরের কামড়ে আহত হনুমান হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয়রা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কুকুরের কামড়ে আহত হনুমান। হনুমানটিকে বাঁচানোর চেষ্টায় তৎপর স্থানীয়রা। চুঁচুড়ার পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয় হনুমাটিকে।
উল্লেখ্য, বুধবার চুঁচুড়ার বুড়োশিবতলায় একটি হনুমানের দল খাবারের খোঁজে আসে। আর তাঁদের দেখা মাত্রই তেড়ে যায় এলাকার কুকুরের দল। বাকিরা ফিরে এলেও একটি পূর্ণবয়স্ক হনুমানকে খুবলে ক্ষতবিক্ষত করে দেয় কুকুরগুলো। ঘটনা দেখে ছুটে আসে স্থানীয় ক্লাবের ছেলেরা। কুকুরগুলোকে তাড়িয়ে ঝুড়ি করে চুঁচুড়া পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত হনুমানটিকে।
সেখানে পশু চিকিৎসক আহত হনুমানটির চিকিৎসা করেন, তাঁকে দেওয়া হয় পেন কিলার ইঞ্জেকশন। পাড়ায় নিয়ে গিয়ে হনুমানটির শুশ্রূষা করে ক্লাবের ছেলেরা। কিছুটা সুস্থ হবার পরে খবর দেওয়া হয় বনদফতরে। পরে বনদফতরের লোকেরা হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায়। ক্লাবের ছেলেরা এগিয়ে না এলে বাঁচানো সম্ভব হতো না হনুমানটি কে এমনটাই জানিয়েছেন বনদফতরের কর্মীরা।