এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে আচমকাই পদত্যাগ হাবাসের! আপাতত দায়িত্বে কাসকালানা
Connect with us

খেলা-ধূলা

এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে আচমকাই পদত্যাগ হাবাসের! আপাতত দায়িত্বে কাসকালানা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা চার ম্যাচে জয়ের দেখা নেই। রয় কৃষ্ণ, হুগো বুমোসদের পারফরমেন্স নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। তাই এই ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিয়েই শনিবার আচমকাই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন লোপেজ অ্যান্টোনিও হাবাস।

এবং তাঁর পদত্যাগপত্র এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ গ্রহণ করেছে বলেও জানা গিয়েছে। এবারের আইএসএল-এ প্রথম দুই ম্যাচে জিতে শুরু করেছিল এটিকে মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গলকেও হারিয়ে ছিল। কিন্তু শেষ চার ম্যাচে এসেছে মাত্র দুই পয়েন্ট। দু’টো হার ও দু’টোয় ড্র। জানা গিয়েছে, বেঙ্গালুরু ম্যাচের পরই নাকি দায়িত্ব ছাড়ার জন্য কর্তাদের আবেদন জানিয়েছিলেন হাবাস। সেই জন্য ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে জরুরি বৈঠকও করেন কর্তারা। সেখানেই হাবাসের পদত্যাগের আবেদন গ্রহণ করা হয় বলে খবর। আইএসএলে হাবাসের মতো সফল কোচ আর কেউ নেই বললেই চলে। তাঁর কোচিংয়েই দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তৎকালীন এটিকে। গতবার রানার্স হয়েছিল এটিকে মোহনবাগান।

আইএসএলে এখনও পর্যন্ত কোনও কোচ কোনও দলকে দু’বার চ্যাম্পিয়ন করাতে পারিনি। কিন্তু গত চার ম্যাচে টানা ব্যর্থতার জন্যই তিনি সরে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে। আইএসএলে দীর্ঘ কোচিং কেরিয়ারে এখনও পর্যন্ত কোনও বারই দল টানা চার ম্যাচে হাবাসের কোচিংয়ে জয় পায়নি, এমনটা কখনও হয়নি। গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করার পরই হতাশা গোপন করেননি হাবাস। প্লে-অফে পৌঁছনো যে কঠিন, তা নিজের মুখেই স্বীকার করে নিয়েছিলেন। তাই তিনি খুব একটা স্বস্তিতে ছিলেন না।

Advertisement

তাই সময় থাকতেই সরে গেলেন বলেই মনে করা হচ্ছে। হাবাসের জায়গায় আপাতত দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা। এটিকেএমবি সূত্রে খবর, আগামী দু-তিন দিনের মধ্যেই নতুন কোচ এসে যাবেন। এবারের আইএসএলে ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। কঠিন হলেও প্লে-অফে ওঠার আশা এখনও রয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। তার জন্য বাকি ম্যাচ গুলোতে জিততেই হবে এটিকে এবি’কে। তাই নতুন কোচ আসার আগেই জয় ফিরতে এখন মরিয়া রয় কৃষ্ণরা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.