লাভ ম্যারেজে বাধ্যতামূলক হচ্ছে বাবা-মায়ের সই, আইন আসছে খুব শীঘ্রই
Connect with us

দেশের খবর

লাভ ম্যারেজে বাধ্যতামূলক হচ্ছে বাবা-মায়ের সই, আইন আসছে খুব শীঘ্রই

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে! লাভ ম্যারেজ (Love Marriage)। এবার থেকে বাবা-মায়ের অমতে বাড়ির বাইরে গিয়ে বিয়ে করতে হলেও অন্তত একজন অভিভাবকের সই থাকা বাধ্যতামূলক। প্রেম করে বিয়ে করতে গেলে রেজিস্ট্রি পত্রে বাবা অথবা মায়ের সই লাগবেই। খুব শীঘ্রই এই নিয়ম বাধ্যতামূলক করার জন্য দাবি তুলেছে পাতিদার সম্প্রদায়।

জানা গিয়েছে, এবার গুজরাটের পাতিদারদের তরফে একটি গুরুত্বপূর্ণ দাবি রাখা হতে চলেছে সরকারের তরফে। তাদের সম্প্রদায়ের কোনও মেয়ে যদি লাভ ম্যারেজ করে সেক্ষেত্রে সাক্ষী হিসেবে কমপক্ষে একজন অভিভাবকের সই বাধ্যতামূলক করার দাবি জানিয়ে তারা দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকারে। শুধু তাই নয়, বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার জন্যও সরকারের কাছে দরবার করতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন: কেন্দ্রের ‘অগ্নিপথে’ অগ্নিগর্ভ বিহার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

Advertisement

পাতিদারদের তরফে জানানো হচ্ছে, অনেক সময় তাঁদের সম্পত্তি হাতানোর জন্য মেয়েদের প্রেমের জালে ফাঁসানো হচ্ছে। বিয়ের পর চাপ সৃষ্টি করে সম্পত্তি হাতানোর ফন্দি আঁটা হচ্ছে। আর এই চক্রের হাত থেকে তাঁদের মেয়েদের বাঁচাতেই বিয়ের ক্ষেত্রে অভিভাবকের সই বাধ্যতামূলক করার জন্য সরকারের কাছে দরবার করতে চলেছেন তাঁরা।

গুজরাটের পাতিদারদের সংগঠন Vishwa Umiya Dham-এর প্রেসিডেন্ট আর পি পাটিল জানিয়েছেন, শীঘ্রই এই বিষয়ে আবেদন জানিয়ে সরকারের দ্বারস্থ হতে চলেছেন তাঁদের একটি প্রতিনিধি দল। এই দাবি রেখে ‘হিন্দু ম্যারেজ অ্যাক্টে’ বদল আনার দাবি করবেন তাঁরা। আমেদাবাদের কাছে পাতিদার সংগঠনের একটি বৈঠক রয়েছে।

আরও পড়ুন: ৩০ ঘণ্টার জেরাতেও মেলেনি সব উত্তর, চতুর্থ দফায় রাহুল গান্ধীকে তলব ED-র

Advertisement

সেখানেই এই প্রসঙ্গ উত্থাপিত করা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, মেয়েরা যাতে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেজন্য বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার কথা বলা হয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.