ভাইরাল খবর
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে রাজ্যের রাজনিতী উত্তাল। গত কয়েকমাস আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
এরপর ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত বাতিল করে। আজ এই গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। গত কয়েকমাস আগে একজনের চাকরি বাতিল করেছিল হাইকোর্ট। আজ এই মামলায় ৫৭৩ জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে অবিলম্বে অভিযুক্তদের বেতন বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এখনও অবধি ওই ৫৭৩ জন যে বেতন পেয়েছেন, তা পুনউদ্ধার করার কথাও বলা হয়েছে।
জেলা শিক্ষা দফতরকে টাকা উদ্ধার করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, এই ঘটনার তদন্তে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ যে কমিটি গঠন করেছিল সেই কমিটিকেও পাঁচ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। গ্রুপ-ডি পদে নিয়োগ দুর্নীতি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি কমিটি ওই তদন্ত করছে। তাদের আগামী ১৪ ফেব্রুয়ারির তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।