মহানগরীতে সবুজ ঝড়! ১৩৪ আসনে জয়ী তৃণমূল, বিজেপি ৩, বাম ও কংগ্রেস দু'টি করে আসনে জয়ী, নির্দলরা জিতল ৩ ওয়ার্ডে
Connect with us

বাংলার খবর

মহানগরীতে সবুজ ঝড়! ১৩৪ আসনে জয়ী তৃণমূল, বিজেপি ৩, বাম ও কংগ্রেস দু’টি করে আসনে জয়ী, নির্দলরা জিতল ৩ ওয়ার্ডে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এবার কলকাতা কর্পোরেশন ভোটেও সবুজ ঝড় অব্যাহত রইল। আগেই বোঝা গিয়েছিল রেজাল্ট একতরফা হতে চলেছে। সেটাই হল। আজ গণনা শুরু হতেই পরিষ্কার হয়ে যায় ছোট লাল বাড়ির দখল নিতে চলেছে শাসক দল তৃণমূল।

বেলা যত বেড়েছে তৃণমূলের জয়ের আসন সংখ্যাও বেড়েছে। শেষ খবর খবর অনুযায়ী এখনও পর্যন্ত ১৩৪ ওয়ার্ডে এগিয়ে আছেন বা জিতেছেন তৃণমূলের প্রার্থীরা। এছাড়া বিজেপি ৩, বামেরা ২, কংগ্রেস ২ এবং ৩ নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। ২০১৫ সালের নির্বাচনে ১১৪ টি আসনে জিতেছিল তৃণমূল। এবারে সেটা বেড়ে হয়েছে ১৩৪। গতবার বামেরা পেয়েছিল ১৫ টি আসন। বিজেপি পেয়েছিল ৭, কংগ্রেস ৫ এবং অন্যান্যরা ৩ আসন পেয়েছিল। প্রত্যাশিত ভাবেই তৃণমূলের ৫ বিধায়ক ও এক সাংসদ জয়ী হয়েছেন। ৮২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিধায়ক, মন্ত্রী তথা বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। টালিগঞ্জের ৯৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। ৮৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। বেলেঘাটার বিধায়ক পরেশ পাল জয়ী হয়েছেন ৩১ নম্বর ওয়ার্ড থেকে।

কাশিপুর-বেলগাছিয়ার বিধায়ক তথা বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ জয়ী হয়েছেন ১১ নম্বর ওয়ার্ড থেকে। ৮৮ নম্বর ওয়ার্ডে জয়ের ধারা বজায় রেখেছেন সাংসদ তথা ছ’বারের কাউন্সিলর মালা রায়। ৭৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। ১৩১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। পাশাপাশি ২২ নম্বর ওয়ার্ড ধরে রাখল বিজেপি। এই ওয়ার্ডে এই নিয়ে ষষ্ঠবার কাউন্সিলর নির্বাচিত হলেন মিনাদেবী পুরোহিত। ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপির সজল ঘোষ।

Advertisement

২৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপির বিজয় ওঝা। ৪৫ নম্বর ওয়ার্ডে জয় ধরে রাখলেন কংগ্রেসের সন্তোষ পাঠক। ১৩৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের ওয়াসিম আনসারি। দু’টি ওয়ার্ডে জিতেছে বামেরা। ৯২ নম্বর ওয়ার্ডে আবারও জয়ী হয়েছেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। ১০৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সিপিএমের নন্দিনী দাস। এখন মানুষের কৌতূহল, মেয়র পদে বসবেন কে! ফিরহাদ হাকিম না অন্য কেউ! ২৩ তারিখ মহারাষ্ট্র ভবনে বিজয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পরই মেয়র নির্বাচন করা হবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.