দেশের খবর
বড় স্বস্তি! রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্ত শিশুর রিপোর্ট নেগেটিভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারাবিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। আফ্রিকা থেকে শুরু করে সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন প্রজাতির সংক্রমণ। বাদ যায়নি ভারত। ক্রমেই বাড়ছে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দিল্লি, মুম্বই, রাজস্থান, কর্ণাটক এবং গুজরাত সহ বিভিন্ন রাজ্যে দিন দিন বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বাদ যায়নি পশ্চিমবঙ্গ।
দুবাই ফেরত এক সাত বছরের শিশুর ওমিক্রন ধরা পরেছিল। ওই শিশুর পরিবার আবুধাবি থেকে তেলেঙ্গনা হয়ে মুর্শিদাবাদের ফারাক্কার বেনিয়াগ্রামে নিজের বাড়িতে ফিরেছিলেন। কিন্তু তারা পরিবার নিয়ে ছিলেন কালিয়াচকে। তেলেঙ্গানা বিমানবন্দরে হওয়া ওই শিশুর টেস্ট রিপোর্ট পজেটিভ আসার খবর আসে রাজ্য স্বাস্থ্য দফতরে। সঙ্গে সঙ্গেই মালদা জেলা স্বাস্থ্য দফতর ওই শিশু সহ গোটা পরিবারকে হাসাপাতালে ভর্তি করে আইসোলেশনে পাঠানো হয়।
একদিন আইসোলেশনে থাকার মধ্যেই শুক্রবার ওই শিশু সহ পরিবারের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। আজ এই খবর জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক। রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তি ফিরছে রাজ্যে। রিপোর্ট নেগেটিভ আসলেও ওই শিশুর পরিবারকে এখনই ছাড়া হচ্ছে না। আরও কয়েকদিন আইসোলেশনে থাকতে হবে। এছাড়া ওই পরিবারের সংস্পর্শে যারা এসেছিলেন, তাঁদেরও খোঁজ শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর।