বাংলার খবর
মঙ্গলে জন্ম নাতনির, তাই মঙ্গল গ্ৰহে জমি কিনে উপহার দিলেন ঠাকুমা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার ঘরে নতুন অতিথি এসেছে। তাই জ্যোতিষীর পরামর্শে একেবারে মঙ্গল গ্রহ থেকে সদ্যোজাত নাতনিকে জমি কিনে দিলেন ঠাকুমা। অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হালদার পরিবারে। মঙ্গলবার জন্ম হয়েছে নাতনি দেবাংশী হালদারের। সে মঙ্গলের জাতিকা। আবার দেবাংশী নামের অর্থ ঈশ্বরী। তাই দেবাংশীর মঙ্গলকামনায় মঙ্গল গ্রহ থেকেই জমি কিনে দিলেন ঠাকুমা শিখা হালদার। তিনি আবার CWC বোর্ডের প্রাক্তন সদস্যও। মঙ্গলে তিনি এক একর জমি জমি কিনেছেন। এবং কোনদিকে কতটা জমি কিনবেন, তা জ্যোতিষীর সঙ্গে আলোচনা করেই কিনেছেন বলে জানিয়েছেন শিখা দেবী।
নাতনিকে মঙ্গল গ্রহে জমি উপহার দেওয়ার কথা জানাতে গিয়ে শিখা দেবী বলেছেন, ‘নাতনির মুখ দেখা, অন্নপ্রাশন, জন্মদিনে অনেকে অনেকরকম উপহার দেন। কিন্তু প্রথম থেকেই আমার অন্যরকম কিছু করার পরিকল্পনা ছিল। সবাই তো চাঁদে জমি কেনে। কিন্তু এখন মঙ্গলেও জমি কেনা যায়। যেহেতু মঙ্গলবারে নাতনির জন্ম, তাই বিষয়টা নিয়ে আমি জ্যোতিষীর সঙ্গে আলোচনা করেছিলাম। জ্যোতিষীর পরামর্শেই নাতনির নামে মঙ্গলে জমি কেনার সিদ্ধান্ত নিই। এবার সবটাই মঙ্গলময়ের উপর ছেড়ে দিয়েছি। লুনার অ্যাম্বাসিতে অনেক নিয়ম রয়েছে। আমি CWC-র বোর্ড মেম্বার ছিলাম। তাই দেশ ও দেশের বাইরেও আমার অনেক পরিচিত বন্ধু রয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে এবং তাঁদের সাহায্য নিয়েই লুনার অ্যাম্বাসিতে যোগাযোগ করি ও জমি কেনার আবেদন করি। আবেদন করার তিনমাস পর লুনার অ্যাম্বাসির তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরিচয় যাচাই করার পর আবেদনপত্র মঞ্জুর হয়।’
গত ৪ ফেব্রুয়ারি শিখা দেবীর হাতে আসে মঙ্গলে জমি কেনার কাগজ। কিন্তু সে কথা তিনি পরিবারের কাছে গোপন রেখেছিলেন। গত ১২ জুন নাতনির অন্নপ্রাশনের দিন সকলের সামনেই সেই বিশেষ উপহার নাতনির হাতে তুলে দেন তিনি। ঠাকুমার এই বিশেষ উপহার অভিভূত পরিবারের সদস্যরা থেকে শুরু করে আত্মীয়-স্বজন।