সরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৬
Connect with us

দেশের খবর

সরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৬

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় প্রাণ হারালেন ৬ জন, আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে।

জানা গিয়েছে, এদিন চেঙ্গলপাট্টুতে লোহার তার বহনকারী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহি সরকারি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। সেই সময় বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। গুরুত্বর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে রাস্তা পিছলে নদীতে পড়ল গাড়ি, মৃত ৯

Advertisement

সূত্রের খবর, এদিন সকালে ৫০ জন যাত্রী নিয়ে একটি সরকারি বাস চেন্নাই থেকে চিদাম্বরম যাচ্ছিল। বাসটি চেন্নাই-ত্রিচি জাতীয় সড়ক ধরে যাচ্ছিল এবং চেঙ্গলপাট্টু জেলার আচারপাক্কামের কাছে দুর্ঘটনাটি ঘটে। তাতেই প্রাণ হারান ৬ জন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সরকারি বাসটি সামনে থাকা একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করছিল। ওই লরিটি লোহার তারে বোঝাই ছিল।

ওভারটেক করতে গিয়ে বাসটির সঙ্গে লরির ধাক্কা লেগে যায়। লোহার তারের আঘাতে বাসের বাম দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় বাসে থাকা ২ মহিলা সহ ৫ জন পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী।

আরও পড়ুন: দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা-মা, ১০ মাসের খুদেকে চাকরি দিল রেল

Advertisement

এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয় Acharapakkam Police। পুলিশ গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে Chengalpattu and Maduranthakam Government Hospitals পাঠানোর ব্যবস্থা করেন। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ১ জনের মৃত্যু হয়। অন্য দিকে, নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ।