আন্তর্জাতিক ট্রাক পরিবহনের করকাঠামোর সরলীকরণ, নয়াচর-সিলিকন ভ্যালি নিয়ে বড় ঘোষণা সরকারের
Connect with us

বাংলার খবর

আন্তর্জাতিক ট্রাক পরিবহনের করকাঠামোর সরলীকরণ, নয়াচর-সিলিকন ভ্যালি নিয়ে বড় ঘোষণা সরকারের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক ট্রাক পরিবহন ফি কাঠামোর সরলীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও নয়াচরে শিল্প স্থাপন এবং সিলিকন ভ্যালিতে আইটির জন্য আরও জমি অধিগ্রহণের বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সীমান্তবর্তী এলাকায় ট্রাক টার্মিনাল গুলো আগেই অধিগ্রহণ করার উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করেছে।

এগুলো কোথাও জেলা পরিষদ কিংবা পৌরসভার হাতে ছিল। কিন্তু কর সংক্রান্ত ব্যাপারে নানা সমস্যা বা জটিলতা ছিল। এই ট্রাক টার্মিনাল গুলো থেকে আসা করের টাকা রাজ্য সরকারের কোষাগারে ঠিকমতো আসত না। স্থানীয় প্রশাসন সেই টাকা রাজ্য সরকারের কাছে পাঠাতে না বলে অভিযোগ করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরই মুখ্যমন্ত্রী ট্রাক টার্মিনাল গুলোকে অধিগ্রহণ করার নির্দেশ দেন। সেই জন্যই রাজ্য সরকার সীমান্তবর্তী সমস্ত ট্রাক টার্মিনালগুলো অধিগ্রহণ করেছে। তবে টার্মিনালগুলোতে যাঁরা চুক্তিভিত্তিক কাজ করতেন, তাদের নিয়োগ করতো স্থানীয় পৌরসভা, জেলা পরিষদ। সরকারি অধিকগ্রহণের পর তাঁদের কাউকেই কর্মচ্যুত করা হচ্ছে না। চুক্তিভিত্তিক হিসেবে পরিবহন দফতরের আওতায় আনা হচ্ছে এবং সকলেরই বেতন সমান হবে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ট্রাকগুলোর কাছ থেকে যে কর আদায় করা হতো, তার কোনও নির্দিষ্ট কাঠামো ছিল না। এবার আন্তর্জাতিক ট্রাক পরিবহনের কর কাঠামোকেও সরলীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

আরও পড়ুন – স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের, রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব

Advertisement

পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন, পচনশীল দ্রব্য পরিবাহী গাড়ি সীমানা পার করার জন্য ছাড়পত্রের অগ্রাধিকার পাবে। পচনশীল নয়, এমন পন্য বহনকারী ট্রাকগুলোকে নাম্বারিং করা হবে। তারপর ওয়ারলেস সিস্টেমে ছাড়পত্রের অনুমোদন দেয়া হবে। সোমবারের বৈঠকে নয়াচরে শিল্প স্থাপন নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অতীতে নয়াচরে সরকার কেমিক্যাল হাব ও থার্মাল পাওয়ার শিল্প করার চেষ্টা করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ায় তা সম্ভব হয়নি। ওই জমি সরকারের হাতে এসে গিয়েছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ওখানে সৌরশক্তি এবং মাছ চাষের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সেখানে মৎস্যজীবীদের জীবন জীবিকার ব্যবস্থাও থাকবে। এছাড়া রাজারহাটে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সিলিকন ভ্যালি আইটি হাবে আরও জমি অধিগ্রহণ করা হবে বলেও এদিন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই সিলিকন ভ্যালি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এই ভ্যালিতে শিল্প করার জন্য জমি চেয়ে প্রস্তাব আসছে বিভিন্ন আন্তর্জাতিক শিল্পপতিদের কাছ থেকে। এর আগেও শিল্প করতে চেয়ে শিল্পপতিদের কাছ থেকে প্রস্তাব আসায় দুবারে একশো একশো করে মোট ২০০ একর জমি অধিগ্রহণ করেছিল সরকার। এবারও আরও জমি সিলিকন ভ্যালিতে অধিগ্রহণ করার বিষয়টিও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন – জেলার সংখ্যা বাড়াতে আরও আইএএস, আইপিএস চেয়ে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মমতা

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.