কর্ম সংস্থান নিয়ে বড় ঘোষণা মোদির, অসামরিক বিভাগ-রেলে বিপুল চাকরির সুযোগ
Connect with us

দেশের খবর

কর্ম সংস্থান নিয়ে বড় ঘোষণা মোদির, অসামরিক বিভাগ-রেলে বিপুল চাকরির সুযোগ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ঠিক রাখতে কর্মসংস্থান নিয়ে মঙ্গলবারই বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দেড় বছরের মধ্যে ১০ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

২০১৪ সালেও প্রথমবারের জন্য দিল্লির মসনদে বসে বেকার যুবক-যুবতীদের জন্য চাকরি নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে ৮ বছর। দেখা নেই মোদির কর্মসংস্থানের। বাড়ছে বেকারত্বের হার। সাম্প্রতিক রিপোর্টে প্রকাশিত হয়েছে দেশের বেকারত্বের ভয়াবহ চিত্র। যা নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি। কেন্দ্রের এই সিদ্ধান্ত ২০২৪ সালের ভোটের গিমিক বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতামন্ত্রীরা।

এদিকে ২০২০ সালের ১ মার্চ প্রকাশিত তথ্য দেখা গিয়েছে, কেন্দ্রের বিভিন্ন দফতর মিলিয়ে প্রায় ৮.৭ লাখ শূন্যপদ রয়েছে। যেখানে গত ২ বছর ধরে নতুন কোনও নিয়োগ হয়নি। মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এক সাংবাদিক বৈঠক করেন। বৈঠক থেকে তিনি জানান, খুব শীঘ্রই এই সকল শূন্যপদে নিয়োগ করা হবে।

Advertisement

আরও পড়ুন:  কে হবেন রাইসিনা হিলের উত্তরসূরি, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে এগিয়ে গোপালকৃষ্ণ গান্ধী!

সর্বাধিক শূন্যপদগুলি বড়-বড় মন্ত্রক এবং বিভাগগুলিতে যেমন ডাক, প্রতিরক্ষা (বেসামরিক), রেলওয়ে এবং রাজস্ব। তথ্য বলছে, পোস্ট বিভাগে ২.৬৭ লাখ কর্মচারীর জন্য অনুমোদিত প্রায় ৯০,০০০ শূন্যপদ রয়েছে। রেলের বিভিন্ন বিভাগে খালি রয়েছে প্রায় ১৫ লাখ পদ। রেল মন্ত্রকে ফাঁকা রয়েছে ২.৩ লাখ পদ। কেন্দ্রের রাজস্ব সংক্রান্ত বিভাগে মোট পদ রয়েছে ১.৭৮ লাখ। তার মধ্যে শূন্যপদ রয়েছে ৭৪,০০০। স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন দফতরে মোট পদ রয়েছে ১০.০৮ লাখ তার মধ্যে ফাঁকা পড়ে রয়েছে ১.৩ লাখ।

আরও পড়ুন: চুরি করতে গিয়ে ATM-এ আগুন, পুড়ে ছাই ৪ লাখ টাকা

Advertisement

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) থেকে পাওয়া তথ্য, ভারতের বেকারত্বের হার মে মাসে ৭.১২ শতাংশ ছিল, যেখানে এপ্রিলে ৭.৮৩% ছিল। বর্তমানে এই হার কমেছে মাত্র ০.৭১ শতাংশ। এদিকে ভারতের ক্রমবর্ধমান বেকারত্বের বিষয় নিয়ে অনেক বিশেষজ্ঞই উদ্বেগ প্রকাশ করেছেন। সব মিলিয়ে এখন দেখার মোদির এই বিপুল কর্মসংস্থানের লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়!

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.