চাকরি প্রার্থীদের জন্য সুখবর, পুজোর আগেই হবে SSC
Connect with us

বাংলার খবর

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, পুজোর আগেই হবে SSC

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আপনি কি স্কুলে শিক্ষকতা করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। ৭ বছর পর আবার SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে বাংলায়। গত ৭ বছরে কোনও এসএসসি’র মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়নি। ৭ বছর পর ফের আবার অনুষ্ঠিত হতে চলেছে SSC পরীক্ষা।

জানা গিয়েছে, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পদ ছাড়াও প্রধান শিক্ষক পদেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই। পরের মাস থেকেই অর্থাৎ জুন থেকেই শুরু হয়ে যাবে SSC-তে প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া।

এসএসসিতে ৫২৬১ টি নতুন পদ তৈরি করা হয়েছে। এছাড়া, শারীর শিক্ষায় ৭৫০ জন ও কর্মশিক্ষার ৮৫০ জন নিয়োগ করা হবে।মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ওই পদে নিয়োগ হবে বলে জানিয়েছেন ব্রাত্য। পরীক্ষার তারিখ নিয়ে দ্রুত নোটিস দেওয়া হবে জানিয়েছেন তিনি।

Advertisement

এদিকে, শিক্ষক নিয়োগের নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের দফতর তথা আচার্য সদনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র স্কুলের জন্য কেবল প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষামন্ত্রী এই ঘোষণা করলেন।

দুর্গাপুজোর আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। এমনটাই জানা গিয়েছে SSC সূত্রে। বৃহস্পতিবার নোটিশ দিয়ে এই কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগ নিয়ে গত কয়েক বছর ধরে ধারাবাহিক মামলা ও বিতর্ক চলছে। নিয়োগের স্বচ্ছতার অভাব নিয়ে প্রার্থীদের অনেকের বিস্তর অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে একাধিক মামলায় এখন জর্জরিত এসএসসি। স্কুল সার্ভিসের প্রাক্তন উপদেষ্টা ও উপদেষ্টা কমিটির সদস্যদেরও জেরা করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। ডিভিশন বেঞ্চ যদিও সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে।

Advertisement

আরও পড়ুন: ময়ূরেশ্বরে তৃণমূল নেতার রহস্য মৃত্যু

উল্লেখ্য, রাজ্যের বিপুলসংখ্যক স্কুলে নেই প্রধান শিক্ষক- প্রধান শিক্ষিকা। এমনই রিপোর্ট খোদ স্কুল শিক্ষা দফতরের। রাজ্যে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের বহু শূন্যপদ রয়েছে। তার জেরেই কি স্কুলগুলিতে এত বিপুল সংখ্যক প্রধান শিক্ষকের পদ ফাঁকা?

আরও পড়ুন: তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি, জেলায়-জেলায় শুরু জনসংযোগ যাত্রা

Advertisement

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের থেকে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাদের ক্ষেত্রে কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তা জানতে চাওয়া হয়েছিল। সেই রিপোর্টের তথ্য পেয়েই তাজ্জব স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। এরপরই রাজ্যে দ্রুত শিক্ষক নিয়োগে উদ্যোগী হয় SSC।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.