বাংলার খবর
SI পদে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবিলম্বে নিয়োগের দাবিতে মুদিয়ালিতে PSC অফিসের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। খাদ্য দফতরের চাকরির দাবিতে বিক্ষোভ। প্রবল গরমের মধ্যে খাদ্য দফতরের SI পদে চাকরিতে নিয়োগের জন্য বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা।
প্রবল গরমে বিক্ষোভকারীদের মধ্যে অসুস্থও হয়ে পড়েছেন বেশ কিছুজন। তবুও নিজেদের দাবি আদায়ে অনড় তাঁরা। এই বিষয়ে বিক্ষোভকারীদের দাবি, আইনি জটিলতার কারণে এতদিন নিয়োগ স্থগিত ছিল। সেই জটিলতা কেটে গেলেও কোনও নিয়োগ হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। এদিকে প্রবল তাপপ্রবাহের মধ্যে এভাবে বিক্ষোভ দেখাতে পুলিশ বাধা দিলেও পুলিশের কথা শুনতে নারাজ তাঁরা।
জানা গিয়েছে ২০১৯ সালে পরীক্ষা হলেও আইনি জটিলতায় এতদিনেও তাঁদের কোনও নিয়োগ প্রক্রিয়ার কাজ হয়নি। অবিলম্বে নিয়োগের দাবিতে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। এই বিষয়ে বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত সরকার তাঁদের দাবি মানছেন ততক্ষণ পর্যন্ত তাঁরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: ছাত্রকে জাতি বৈষম্যমূলক মন্তব্যের জের, অধ্যাপককে বরখাস্ত করল বিশ্বভারতী
অন্যদিকে, ছাত্রকে জাতি বৈষম্যমূলক মন্তব্য করার জন্য এবার বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসুকে বরখাস্ত করল কর্তৃপক্ষ। এর আগে এই অভিযোগে ১৪ দিন জেল হেফাজতে ছিলেন তিনি৷ সদ্য কলকাতা হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পান তিনি৷ এরপরেই সঙ্গীতভবনের এই অধ্যাপককে বরখাস্ত করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শপথ নিয়ে বাবুল আমাকে চিঠি দিলে ভেবে দেখব, জানালেন স্পিকার
অভিযোগ, উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌকে রাস্তায় জাতি বৈষম্যমূলক ব্যঙ্গ করেন সুমিত বসু। তিনি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক ৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্র।