ভারতীয় ডাকবিভাগে প্রচুর শূন্যপদে নিয়োগ, আজই করুন আবেদন
Connect with us

দেশের খবর

ভারতীয় ডাকবিভাগে প্রচুর শূন্যপদে নিয়োগ, আজই করুন আবেদন

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আপনি কী সরকারি চাকরি খুঁজছেন? আপনি যদি চাকুরীপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একাধিক পদে হবে এই কর্মী নিয়োগ। অনলাইনেই করা যাবে চাকরির আবেদন।

জানুন কোন, কোন পদে হবে এই নিয়োগ- ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ মে ২০২২-এ এই নিয়োগের উদ্দেশ্যে ডাকবিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল মথুরামন সি দেশের সমস্ত সার্কেলের চিফ পোস্ট মাস্টারদের চিঠি দিয়েছিলেন। উক্ত চিঠিতে দেশের সমস্ত সার্কেলের মোট কত শূন্য পদ রয়েছে তার রিপোর্ট চাওয়া হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, পোস্ট অফিসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার কর্মী নিয়োগ করা হবে। আরও জানা গিয়েছে সব মিলিয়ে ৯৪ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম: পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে যে সমস্ত শূন্যপদে এখানে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে সেগুলি হল-

Advertisement

1.MTS

2.পোস্টম্যান

3. অফিস অ্যাসিস্ট্যান্ট

Advertisement

4. গ্রুপ-ডি

5. গ্রামীণ ডাক সেবক

6. আরো পোস্ট অফিসের অন্যান্য পদ

Advertisement

নিয়োগকারী সংস্থা: এখানে নিয়োগ করা হবে ভারতীয় পোস্টের তরফে। এখানে চাকরিপ্রার্থীদের সমস্ত নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষা সমস্ত কিছুই কন্ডাক্ট করবে ভারতীয় ডাক বিভাগ।

শূন্য পদ:  ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের পোস্ট অফিসের গ্রুপ ডি সহ পোস্টম্যান, অফিস অ্যাসিস্ট্যান্ট ও এমটিএস পদে আর কর্মী নিয়োগ করা হয়নি। তাই সব মিলিয়ে হিসেব অনুযায়ী পোস্ট অফিসে প্রায় ৯৪ হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ৯৪১৫০ পদে কর্মী নিয়োগ হবে।

বয়সসীমা: যে সমস্ত ছাত্রছাত্রীকে এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বেশ কিছু পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা আরও বেশি রয়েছে ৩৫ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ওবিসি চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর বয়সের ছাড় পাবেন এবং এসসি ও এসটি চাকরিপ্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর বয়সের ছাড় পাবেন।

Advertisement

বেতন: যে সমস্ত চাকরি ছাড়ছে কারখানা চাকরি করবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত। অর্থাৎ যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করবেন তাদের সরাসরি পোস্ট অফিসে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে হলে প্রথমে চাকরি-প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীকালে লগইন করে ফরম ফিলাপ করতে হবে। ফরম ফিলাপ করার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: এখানে আবেদন করার সময় চাকরি প্রার্থীরা যে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখবেন-

Advertisement

1.মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 

2. আবেদনকারীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

3. আবেদনকারীর জাতিগত শংসাপত্র (যদি থাকে)

Advertisement

4. আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড। 

5. চাকরি পার্থীর নিজস্ব ফটো ও সিগনেচার

6. বয়সের প্রমাণপত্র

Advertisement

7. এছাড়াও অন্যান্য নথিপত্র (যদি থাকে)

নিয়োগ পদ্ধতি: এখানে আপাতত নিয়োগ পদ্ধতি সম্পর্কে বলা হয়নি তবে যতদূর জানা গিয়েছে এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি শর্টলিস্ট তৈরি করে নিয়োগ করা হবে। তবে এখানে লিখতে পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হতে পারে সে ব্যাপারে বিস্তারিত তথ্য আপডেট পরবর্তী আপডেট জানানো হবে।

ইতিমধ্যে এই নিয়োগের ঘোষণা করা হয়েছে এবং এই নিয়োগ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য চাকরিপ্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারবেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.