বাংলার খবর
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বাংলায় ফের বিনিয়োগ করবেন গৌতম আদানি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলার চাকুরি প্রার্থীদের জন্য তৈরি হচ্ছে সুবর্ণ সুযোগ। বাংলায় ফের বিপুল পরিমাণে বিনিয়োগ করতে চলেছেন গৌতম আদানি।
জানা গিয়েছে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পর, এবার সিলিকন ভ্যালিতে টেক পার্কে বিনিয়োগ করবেন গৌতম আদানি। তৈরি হবে ডেটা সেন্টার। অন্তত, ৫১.৭৫ একর জমি লিজ হিসাবে দেওয়া হবে। ৯৯ বছরের জন্য দেওয়া হবে এই লিজ। শুধু গৌতম আদানি নয়, রাজ্যে বিনিয়োগ করতে আসবে আরও চার কোম্পানি। এই চার কোম্পানি মোট 1100 কোটি টাকার বিনিয়োগ করবে। খড়গপুরে তৈরি হবে সাইকেল হাব। সব মিলিয়ে বিপুল কর্মসংস্থানের লক্ষ্যে ঝাঁপাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন: Varanasi Blast: সঙ্কটমোচন মন্দিরে ধারাবাহিক বিস্ফোরণ, ওয়ালিউল্লাহরকে ফাঁসির নির্দেশ
রাজ্যে এটি গৌতম আদানির ( Gautam Adani) দ্বিতীয় বিনিয়োগ। এর আগে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ( BGBS) আদানি রাজ্যে 10 হাজার কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিলেন। সেখান থেকে উদ্দেশ্য 25 হাজার কর্মসংস্থান তৈরি। তার মাঝেই গৌতম আদানি ফের একবার বিনিয়োগের কথা বললেন। রাজ্যে তৈরি হবে ডেটা সেন্টার। সিলিকন ভ্যালির টেক পার্কে তৈরি হবে এই ডেটা সেন্টার। এখান থেকে ফের একবার বড় কর্মসংস্থান তৈরি হবে, এমনটাই মনে করছেন সকলে।
আরও পড়ুন: সব সরকারি প্রকল্পকে এক ছাতার তলায় আনতে ‘জন সমর্থ’ পোর্টালের উদ্বোধন প্রধানমন্ত্রী
বাংলার পাশাপাশি গৌতম আদানি বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে। যোগীরাজ্যে ইতিমধ্যেই 70 হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা বলেছেন গৌতম আদানি ( Gautam Adani)। তিরিশ হাজার কর্মসংস্থানের সুযোগ। উত্তরপ্রদেশের পরে এবার ফের বাংলায় বিনিয়োগের কথা বললেন আদানি।