ভাইরাল খবর
সাইকেল চেপে চলল গরিলা, ভাইরাল ভিডিও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গরিলাকে কখনো সাইকেল চালাতে দেখেছেন? সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিতে দেখা গিয়েছে, একটি গরিলা মনের সুখে সাইকেল চালিয়ে এদিক অদিক ঘুরে বেড়াচ্ছে। সাইকেলে চেপে বেশ মজা পেয়েছিল গরিলাটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যালেন্স হারিয়ে একেবারে মাটিতে কুপোকাত। শুধু তাই নয়। পড়ে গিয়ে গরিলাটি এতটাই রেগে গিয়েছে যে সাইকেলটিকে ছুঁড়ে ফেলে দিতেও দেখা গিয়েছে তাকে।
Stupid cycle 😡!!!……….😃 pic.twitter.com/hGXZBEGSL7
— Dr.Samrat Gowda IFS (@IfsSamrat) June 8, 2022
ভাইরাল হওয়া এই ভিডিওটি শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, ‘স্টুপিড সাইকেল’। এই ভিডিওটি দেখেছেন প্রায় ৭০ হাজারের বেশি মানুষ। অনেকেই ভিডিওটিতে নানান মজার কমেন্ট করেছেন। একজন ইউজার লিখেছেন, আসুন আমরা সকলে মিলে গরিলাটিকে একটি সাইকেল উপহার দিই। অন্য একজন লিখেছেন, ‘একজন ভাল ট্রেনার দরকার গরিলাকে সাইকেল শেখানোর জন্য।’