ইরাকি সংস্কৃতিকে শ্রদ্ধা, বিশেষ সাজে Google-Doodle
Connect with us

আন্তর্জাতিক

ইরাকি সংস্কৃতিকে শ্রদ্ধা, বিশেষ সাজে Google-Doodle

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রতিদিনের মতো নানা কাজে সার্চ ইঞ্জিনে চোখ রাখলে দেখা যাবে এক বিশেষ সাজে সেজে উঠেছে ‘Google Doodle’। প্রথমে দেখলে তেমন কিছু না মনে হলেও এই সাজের পিছনে রয়েছে একটি বড় কারণ। তবে শুধু আজ নয়, মাঝেমধ্যেই এমন বিশেষ-বিশেষ সাজে সেজে উঠতে দেখা যায় সারা বিশ্বের অতি জনপ্রিয় এই ‘সার্চ বারটি’কে।

তেমনই আজকের দিনে (২৩.০৪.২০২২) গুগল ডুডল ইরাকের অন্যতম প্রতিভাবান শিল্পী নাজিহা সেলিম ও তাঁর কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অসাধারণ রঙিন সাজে সেজে উঠেছে। জানা যায়, ইরাকের এই জনপ্রিয় শিল্পী নাজিহা সেলিম তিনি গ্রামীণ জীবন এবং নারীদের সুন্দর ভাবে চিত্রিত করার জন্য বিশেষ পরিচিত ছিলেন। তাঁর অঙ্কনে উজ্জ্বল রঙ এবং ব্রাশ স্ট্রোকের মাধ্যমে শিল্পের মাধুর্যের প্রকাশ পেত। ২০২০ সাল থেকে ‘বর্জিল আর্ট ফাউন্ডেশন’ মহিলা শিল্পীদের এই ধরণের সংগ্রহকে স্বীকৃতি দিয়েছে।

আরও পড়ুন: প্রতিদিনের ডায়েটে রাখুন তরমুজ, ফল পাবেন হাতেনাতে

Advertisement

শনিবারা গুগলের শেয়ার করা ডুডলে সেলিমের আঁকা শৈলীর আভাস পাওয়া যায়। ”আজকে #GoogleDoodle শিল্পী নাজিহা সেলিমকে শ্রদ্ধা জানিয়ে উদযাপন করছে। চিত্রশিল্পী তার বুরুশ ইরাকি সংস্কৃতিতে অসাধারণ ভাবে তুলে ধরেছেন এবং বিশ্ব ক্যানভাসে ছড়িয়ে দিয়েছেন।” শুধু তাই নয়, ইরাকের এই শিল্পী সম্পর্কে আরও অজানা তথ্য জানতে Google-এর শেয়ার করা টুইটার পোস্টের ক্যাপশনটি পড়ুন। টুইটটিতে সেলিমের জীবন এবং কাজ সম্পর্কে আরও তথ্যের একটি লিঙ্কও রয়েছে।

আরও পড়ুন: ১১ মে থেকে অ্যান্ড্রয়েড ফোনে নিষিদ্ধ হচ্ছে এই সিস্টেম!

জানা যায়, নাজিহা সেলিম তুরস্কের এক শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তার ভাই জাওয়াদও ইরাকের সবচেয়ে প্রভাবশালী ভাস্করদের একজন। সেলিম বাগদাদ ফাইন আর্টস ইনস্টিটিউটে শিল্পকলা পড়ার জন্য ভর্তি হন। তিনিই প্রথম মহিলা যিনি প্যারিসে ইকোলে ন্যাশনাল সুপারিউর দেস বেউক্স-আর্টসে পড়ার জন্য বৃত্তি পেয়েছিলেন।

Advertisement