Google Doodle: 'নওরোজ' পালনে সকাল থেকেই বিশেষ সাজে গুগল, জেনে নিন বিশেষ এই দিনটির অজানা ইতিহাস
Connect with us

ভাইরাল খবর

Google Doodle: ‘নওরোজ’ পালনে সকাল থেকেই বিশেষ সাজে গুগল, জেনে নিন বিশেষ এই দিনটির অজানা ইতিহাস

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সকাল থেকেই নানাকাজে গুগল ক্রোমে চোখ রাখলেই নজরে পড়ছে একটি সুন্দর বাদ্যযন্ত্রের সঙ্গে রাখা রঙবেরঙের ছয়টি ফুলের ছবি। একটু খেয়াল করে দেখলে মনে পড়বে যে শুধু আজ নয়, বছরের বিশেষ বিশেষ দিনে নানা সাজে সেজে ওঠে সারাবিশ্বের কোটিকোটি মানুষের ব্যবহারকারী এই সার্চ ইঞ্জিন। যেখানে এক ক্লিকেই মেলে ‘এ টু জেড’ তথ্য। এর আগেও স্মরনীয় কোনও ব্যক্তিত্ব বা ইতিহাসের সেরা কোনও দিনকে মনে রাখতে বিশেষ সাজে সেজে উঠতে দেখা গিয়েছে সার্চ ইঞ্জিন Google-কে।

তাহলে আসুন জেনে নিই (২০ মার্চ) রবিবার এই দিনে কোন বিশেষ কারণে ফুলের সাজে সেজে উঠেছে Google। জানা গিয়েছে, গুগল ডুডল ২০ মার্চ এই দিনটিতে একটি রঙিন গ্রাফিক্সের মাধ্যমে ইরানীদের দ্বারা পালন করা বসন্তের প্রথম দিনটিকে উদযাপন করেছে। ‘নওরোজ’ নামে পরিচিত, দিনটি ফারভারদিনের সূচনাকে চিহ্নিত করে বলেও জানা গিয়েছে। শুধু তাই নয় এই বিশেষ দিন পালনের পিছনে রয়েছে প্রায় তিনহাজার বছরের পুরোনো ইতিহাস।

আরও পড়ুন: হোলি খেলার পরে ত্বক ও চুলের যত্ন নিতে অবশ্যই মনে রাখুন এই টিপসগুলি

Advertisement

অতীত সেই ইতিহাসের পাতা ওল্টালে জানা যাবে, আজ থেকে প্রায় তিনহাজার বছর আগে ইরানীদের সোলার হিজরি ক্যালেন্ডারের প্রথম দিনটিকে ‘নওরোজ’ হিসেবে পালন করা হয়। শুধু তাই নয়, এই দিনটি অনেকেই আবার পার্সিয়ান নতুন বছর হিসেবেও পালন করে থাকেন। এছাড়াও এই দিনটি সাধারণত বসন্ত বিষুবের প্রথম দিন থেকে পালন করা হয়ে থাকে।

জানা গিয়েছে, এদিন শেয়ার করা Google Doodle-এর ছবিতে বসন্তের রঙগুলিকে পুরোপুরি চিত্রিত করেছে। এটিতে পাঁচটি রঙিন ফুল রয়েছে। যা Google শব্দের পাঁচটি অক্ষরকে প্রতিনিধিত্ব করে এবং একটি মৌমাছি দ্বারা সজ্জিত এবং রয়েছে একটি বাদ্যযন্ত্র। যা প্রকৃতির সঙ্গে বসন্তের গানের সাদৃশ্যকে যেন নির্দেশ করছে।

আরও পড়ুন: Viral Video: গঙ্গুবাই কাথিওয়াড়ি’র তালে কোমর দুলিয়ে নেটপাড়া মাতাচ্ছেন মানসী

Advertisement

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>New Google Doodle has been released: &quot;Nowruz 2022&quot; :)<a href=”https://twitter.com/hashtag/google?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#google</a> <a href=”https://twitter.com/hashtag/doodle?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#doodle</a> <a href=”https://twitter.com/hashtag/design?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#design</a><a href=”https://t.co/0v64fmCbvJ”>https://t.co/0v64fmCbvJ</a> <a href=”https://t.co/nW2bZk2A5w”>pic.twitter.com/nW2bZk2A5w</a></p>&mdash; Google Doodles EN (@Doodle123_EN) <a href=”https://twitter.com/Doodle123_EN/status/1505246508811173890?ref_src=twsrc%5Etfw”>March 19, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

এই নওরোজ হল প্রাচীনতম ছুটির দিনগুলির মধ্যে একটি এবং এর একটি সমৃদ্ধশালী ইতিহাসও রয়েছে। যা তিনহাজার বছরেরও বেশি পুরনো। কথিত আছে, সূর্য বিষুব রেখা অতিক্রম করলে ১৩ দিনের উদযাপনটি স্থানীয় বিষুব দিয়ে শুরু হয়। এটি ব্যাপকভাবে পুনর্জন্ম এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনের স্বীকৃতির প্রতীক বলে মনে করা হয়। তবে এই উৎসবের বিশেষত্ব হল ঘর পরিষ্কার করা, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে দেখা করা এবং বিশেষ মিষ্টি, ভেষজ ভাত এবং ভাজা মাছের মতো ঐতিহ্যবাহী খাবার তৈরি করা।

Advertisement