সুখবর! স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ১৩,৭৩৫ শূন্য পদ : আবেদন করতে বিস্তারিত জানুন
Connect with us

বাংলার খবর

সুখবর! স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ১৩,৭৩৫ শূন্য পদ : আবেদন করতে বিস্তারিত জানুন

এই অবস্থায় এক আশার খবর এসেছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) একযোগে হাজার হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে

Published

on

ডিজিটাল ডেস্ক : বর্তমানে লাখ লাখ যুবক-যুবতী নিজের ভবিষ্যতকে সুরক্ষিত করতে, একটি ভালো সরকারি চাকরি (Job) পাওয়ার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে চলেছেন। তবে, সরকারি চাকরির পদের তুলনায় প্রার্থীর সংখ্যা অত্যন্ত বেশি হওয়ায়, এই পরিশ্রমের ফলস্বরূপ বেকারত্বের হার ক্রমশ বেড়ে চলেছে। এই অবস্থায় এক আশার খবর এসেছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) একযোগে হাজার হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে, ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই পাবলিক সেক্টর ব্যাংক মোট ১৩,৭৩৫টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে। এতে, আবেদনকারী প্রার্থীদের জন্য এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত, যোগ্যতা এবং আবেদন পদ্ধতি আজকের প্রতিবেদনে দেওয়া হলো।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগ বিজ্ঞপ্তি

শূন্য পদের সংখ্যা: স্টেট ব্যাংক মোট ১৩,৭৩৫টি শূন্য পদে নিয়োগ করবে (৫,৮৭০টি জেনারেল, ১,৩৬১টি EWS, ৩,০০১টি OBC, ২,১১৮টি SC এবং ১,৩৮৫টি ST)।

পদের নাম: এই নিয়োগে মূলত জুনিয়র অ্যাসোসিয়েট (Junior Associate) বা ক্লার্ক (Clerk) পদে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও, আবেদনকারীর স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রার্থীর বয়স হতে হবে ২০ বছর থেকে ২৮ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

Advertisement

আবেদন পদ্ধতি: প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে (https://bank.sbi/web/careers/current-openings)। সেখানে গিয়ে, “জুনিয়র অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট” পদের বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে এবং তারপর ‘Apply Online’ অপশন বেছে নিতে হবে। এর পর ‘Click Here for New Registration’ এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্র পূর্ণ করতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।
নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের মোট ৪টি ধাপে নিয়োগ করা হবে—অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা, মেনস পরীক্ষা, ভাষাগত দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
আবেদন মূল্য: আবেদন ফি হিসেবে প্রার্থীদের ৭৫০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

এই নিয়োগ প্রক্রিয়া এক বিরাট সুযোগ, বিশেষ করে যারা সরকারি চাকরিতে আগ্রহী তাদের জন্য। তাই, আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Continue Reading
Advertisement

Copyright © 2024 Bengal Xpress Media.