বাংলার খবর
প্রায় দু’কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, আটক ৫

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালায় শুল্ক বিভাগ, আর তাতেই মিলল সাফল্য। প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত হয়েছে। এতো পরিমাণ সোনা উদ্ধার করে শুল্ক আধিকারিকদের চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড়। সোমবার সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দেন শুল্ক বিভাগের আধিকারিকরা।
প্রথমে হাওড়া স্টেশনের কাছে একটি স্কুটার থেকে ১০ টি সোনার বার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৬০ লক্ষ টাকা। ওই স্কুটার চালককে গ্রেফতার করে এবং জেরা করে আরও কিছু তথ্য জোগাড় করেছে পুলিশ। এরপর শুল্ক আধিকারিকরা জোড়াসাঁকোর নলিনী শেঠ রোডে এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার করে প্রায় ৫১ লক্ষ টাকা মূল্যের সোনা।
পাশাপাশি সেখানে তিন জনকে আটক করা হয়। ওই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে নদীয়ায় হানা দেয় তদন্তকারীরা। নদীয়ার কানাইখালি বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে আটক করে এবং তাঁর কাছ থেকে ১৫টি সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মুল্য ৯৩ লক্ষ টাকা। আটক পাঁচ জনকে জেরা করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর সঙ্গে আর কোন কোন চক্র জড়িত আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।