'মা কালীর আশীর্বাদ দেশের উপর রয়েছে', মহুয়া মৈত্র ইস্যুতে মুখ খুললেন মোদি
Connect with us

দেশের খবর

‘মা কালীর আশীর্বাদ দেশের উপর রয়েছে’, মহুয়া মৈত্র ইস্যুতে মুখ খুললেন মোদি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেবতার আসন থেকে সিনেমার পোস্টার ঘুরে রাজনীতির মঞ্চে ‘মা কালী। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মা কালী এখন জাতীয় রাজনীতিতেও।

রবিবার বেলুড়মঠে স্বামী আত্মস্থানন্দের ১০০ তম জন্মবার্ষিকীতে ভার্চুয়াল বৈঠকে ‘মা কালী’ ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, ”স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন এমনই একজন সাধক যিনি মা কালীর দর্শন পেয়েছিলেন। যিনি মা কালীর চরণে তাঁর সমস্ত সত্তা সমর্পণ করেছিলেন। তিনি বলতেন এই সমস্ত জগৎ, দেবীর চৈতন্যে সর্বত্র বিরাজমান। বাংলার কালী পুজোয় এই চেতনা দেখা যায়। বাংলা ও দেশের বিশ্বাসে এই চেতনা দৃশ্যমান। মা কালীর আশীর্বাদ ভারতের উপর আছে”।

”আমাদের ঋষিরা আমাদের দেখিয়েছেন যে যখন আমাদের চিন্তা বিস্তৃত হয়, তখন আমরা আমাদের প্রচেষ্টায় একা নই। আপনি দেখতে পাবেন যে ভারতের এমন অনেক সাধক শূন্য সম্পদে সংকল্প পূর্ণ করেছেন। স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য একটি উদাহরণ যে দেশ দৃঢ় প্রত্যয় থাকায় সিদ্ধান্তগুলি পূরণ করেছে। অনেক লোক বিশ্বাস করেনি যে এটি সফল হতে পারে”।

Advertisement

আরও পড়ুন: বাড়ল অমরনাথে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪০ জন পূণ্যার্থী

তিনি আরও বলেন, ”দুই বছর আগে, বেশ কয়েকজন বলেছিলেন যে, দেশের মানুষকে টিকা দিতে কত সময় লাগবে। কিন্তু গত দেড় বছরে আমরা ২০০ কোটির মাইলফলকের কাছাকাছি পৌঁছেছি। এটা প্রমাণ করে যে কিছুই অসাধ্য নয়। এমনকি রাস্তার বাধা থাকলেও, আপনি এখনও একটি উপায় খুঁজে পেতে পারেন”।

এদিকে বাঙালি মহাপুরুষদের কালী সাধনার প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী আসলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেই কটাক্ষ করেছেন বলে দাবি বিজেপি শিবিরের। এপ্রসঙ্গে তাদের নিশানায় জোড়াফুল শিবির। যদিও মহুয়া মৈত্রের মন্তব্যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে দেখা যায়নি।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি কানাডার একটি তথ্য চিত্রের পোস্টার ঘিরে তীব্র বিক্ষোভ তৈরি হয়েছে। Leena Manimekalai-এর তথ্যচিত্র Kaali-র পোস্টারে এক তরুণীকে কালীর বেশে দেখা যাচ্ছে এবং তাঁর হাতে সিগারেট। এই পোস্টার সামনে আসতেই তীব্র হইচই পড়ে যায়। পোস্টারের সমালোচনায় সরব হন বিভিন্ন মহল।

আরও পড়ুন: অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেল পুণ্যার্থী শিবির, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু

এই নিয়ে মহুয়া মৈত্রকে প্রশ্ন করা হলে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, “আমার কাছে কালী মানে যিনি মাংস ভক্ষণ এবং সুরা গ্রহণ করেন। নিজের ভগবানকে তুমি কীভাবে দেখতে চাও তা কল্পনা করার অধিকার রয়েছে। কিছু জায়গা রয়েছে যেখানে ভগবানকে হুইস্কি দেওয়া হয়, আবার কিছু কিছু জায়গায় তা ভগবানের অপমানের সমান।”

Advertisement