নির্দল বিধায়কদের সমর্থনে গোয়ায় সরকার গঠনের পথে BJP,খাতা খুলতে ব্যর্থ তৃণমূল
Connect with us

দেশের খবর

নির্দল বিধায়কদের সমর্থনে গোয়ায় সরকার গঠনের পথে BJP,খাতা খুলতে ব্যর্থ তৃণমূল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সংখ্যা গরিষ্ঠ থেকে একটু দূরে আটকে গেলেও নির্দল বিধায়কের সমর্থন নিয়ে গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি (BJP)। গোয়ায় বিজেপির পাশাপাশি নজর ছিল তৃণমূল কংগ্রেসের (BJP) দিকেও। বাংলার পাশাপাশি গোয়া (Goa) নিয়েও যথেষ্ট আশা দেখিয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অনেক হেভিওয়েট নেতামন্ত্রীরা গোয়াতে বারবার প্রচারে গিয়েছেন।

এবারের ভোটে মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে জোট করে ভোট লড়েছে তৃণমূল। কিন্তু ট্রেন্ড অনুযায়ী দেখা যাচ্ছে, শেষ হাসি হাসতে চলেছে বিজেপি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী বেলা সাড়ে বারোটা পর্যন্ত তৃণমূল ৩টি আসনে ২য় স্থানে রয়েছে। এমনকি তৃণমূল প্রার্থী আলেমাও চার্চিল আম আদমি পার্টি থেকে পিছিয়ে রয়েছেন। তবে তৃণমূলের জোট শরিক কিন্তু চারটি আসনে এগিয়ে রয়েছে। আপাতত গোয়াতে বিজেপি এগিয়ে রয়েছে ১৯ টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে ১১ টি আসনে, দুটি আসনে আপ এগিয়ে রয়েছে, মহারাষ্ট্র গোমন্তক পার্টি এগিয়ে রয়েছে তিনটি আসনে। অন্যরা পাঁচটি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই গোয়ার বাইকোলাম থেকে জেতা নির্দল প্রার্থী জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপিকে সমর্থন করবেন। সব মিলিয়ে গোয়াতে বিজেপির ক্ষমতা দখল শুধুমাত্র সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, পাঁচ রাজ্যের মধ্যে চারটিতে বিজেপির ক্ষমতায় ফেরা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।

আরও পড়ুন: সরকার গড়ার পথে আপ, টুইট করে হার স্বীকার করলেন অমরিন্দ্রর-নভজ্যোৎ সিধুরা

Advertisement

অন্যদিকে, পঞ্জাবের নির্বাচনের ফল প্রকাশ নিয়ে কুণাল ঘোষের দাবি, ”যারা জিতেছেন তাঁদের অভিনন্দন। উত্তর প্রদেশের আসন কমেছে। অখিলেশ চেষ্টা করেছে। কিন্তু কেন্দ্রে বিজেপি থাকায় তাতে চলে বলে কৌশলে জিতেছে। বাংলাতেও চেষ্টা করেছিল পারেনি। অখিলেশ হয়তো পুরটা ধরতে পারেনি তবে চেষ্টা করেছে। পঞ্জাবে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। কংগ্রেস পারেনি। তৃণমূল সংগঠন করেনি,আপ পেরেছে। গোয়াতে সবে পা রেখেছি। প্রাথমিক কাজ শুরু করে একটা সন্তোষজনক অবস্থা করতে পেরেছি। কংগ্রেসের উচিত আয়নায় নিজেদের মুখ দেখা। তাদের জন্য আজ বিজেপি বাড়ছে,মানুষের আস্থা অর্জনে ব্যর্থ। কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি। কংগ্রেস থেকে বেরিয়ে আসুন জোট বাঁধুন,যারা প্রতিষ্ঠিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে জোট বাঁধুন। আজকের ফলের কোনও প্রভাব লোকসভায় পড়বে না। মানুষ বিকল্প চাইছে বাংলায় তার নেতৃত্ব দেবে। বাংলার মডেল লোকসভায় কাজ করবে।”

আরও পড়ুন: ঝাড়ুতেই সাফ বিরোধিরা, পঞ্জাবে সরকার গড়ার পথে আমআদমি পার্টি

যদিও গোয়ায় তৃণমুলের সামগ্রিক ফল নিয়ে খুশি কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, গোয়ায় সদ্য পা রেখেছি আমরা। তারপরেও যা ফল হয়েছে তা সন্তোষজনক। অন্তত একটা ছাপ রাখা গিয়েছে। এমজিপি কি করবে সেটা পরের কথা। তবে আমরা গোয়াতে বিজেপি বিরোধীই থাকব।”

Advertisement