ভাইরাল খবর
একটি বা দুটি নয় একসঙ্গে চারটি বাচ্চা, অবাক মা-বাবা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গর্ভাবস্থার সমস্যায় ভুগছিলেন ৩৫ বছর বয়সী এক মহিলা। তাঁর নাম অ্যাশলে নেস। দীর্ঘদিন ধরেই গর্ভাবস্থার সময় থাকার সময়ে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।
চলতি বছরে ফেব্রুয়ারিতে তাঁর ৪৭ বছর বয়সী প্রেমিক ভ্যালের সঙ্গে চেকঅ্যাপের জন্য হাসপাতালে যান তিনি। সেখানে গিয়ে আল্ট্রাসাউন্ডের পরে তিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী। চমকটা এখানেই শেষ হয়নি, যখন সে জানতে পারে চার বাচ্চার মা হতে চলেছে সে। আল্ট্রাসাউন্ড করা নার্সও এই ঘটনা দেখে হতবাক। অ্যাশলির গর্ভে দুটি ছেলে রয়েছে এবং দুটি মেয়ে বড় হচ্ছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাশলে জানান, এর আগে গর্ভাবস্থা থাকাকালীন বহু সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে, এমনকি বহুবার গর্ভপাতও হয়েছে তাঁর। এই পরিস্থিতিতে যখন সে জানতে পারে ৪ সন্তানের মা হতে চলেছেন, তখন খুশিতে পাগল হয়ে উঠেছিলেন তিনি।
অ্যাশলে বলেছেন যে নার্স যখন চেক-আপ করছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমার গর্ভে যমজ সন্তান রয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অবাক হয়ে বললেন, যমজ নয়, ৪টি সন্তান রয়েছে। এ কথা শুনে অ্যাশলেও হতবাক। তিনি বলেন, যখন এই খবর নিশ্চিত হল, তখন মনে হল আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। অক্টোবরে সন্তানের জন্ম দেবেন অ্যাশলে। এ জন্য তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন, কারণ চার সন্তানের জন্ম দেওয়ার ঝুঁকিও রয়েছে।
তবে এই চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের জন্য কাজ শুরু করেছেন অ্যাশলের পরিবার। যার দ্বারা এখনও পর্যন্ত প্রায় ৭ লক্ষ টাকা সংগ্রহ করেছেন তাঁরা।