বাংলার খবর
ঘরে একা পেয়ে ঘুমন্ত ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক দশম শ্রেণীর ছাত্রীকে মুখ ও হাত বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়। নির্যাতিতা ওই ছাত্রী বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১ টা নাগাদ ওই স্কুলছাত্রী একাই ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় প্রতিবেশী যুবক সেখ রাইহান ঘরে ঢুকে মুখ ও হাত বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ধর্ষিতা ওই স্কুলছাত্রী পুরো ঘটনাটি তার পরিবারের লোককে জানায়। এরপরই এই বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে।
বর্তমানে ওই স্কুলছাত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক গা-ঢাকা দিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: প্রেমে প্রতারিত, অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক
অন্যদিকে প্রেমে প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিমানে গলয়ায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার সাহাপুর গ্রামে। মৃত যুবকের নাম বাপ্পা আকুড়ে (২৫) । তাঁর বাড়ি বর্ধমান জেলার আউসগ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে , সোনামুখী থানার সাহাপুর গ্রামে খুরততো ভাইয়ের বাড়িতে এক বিবাহিত মহিলাকে নিয়ে আসেন মৃত ওই যুবক। অভিযোগ পরে মেয়ের বাপের বাড়ির লোক এসে মহিলাকে নিয়ে গেলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক ।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।