বাংলার খবর
হোস্টেলে অশরীরীদের আনাগোনা! ভূত তাড়াতে ওঝা ডাকল স্কুল কর্তৃপক্ষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একবিংশ শতাব্দীর গোঁড়ায় এসে তাড়া করছে ভূতের আতঙ্ক। হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। হোস্টেলে ভূত আতঙ্ক! তাই পুরোহিত দিয়ে মন্ত্র পাঠ ও মাওলানাকে দিয়ে কোরান তেলাওয়াত এবং দোয়ার বন্দোবস্ত স্কুল কর্তৃপক্ষের!
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ে। স্কুল সূত্রে খবর, হোস্টেলে মোট ১০০ ছাত্রী রয়েছেন। কিন্তু সম্প্রতি হোস্টেলে ভূত আতঙ্ক ছড়ায়। শুধু তাই নয়, ভূত আতঙ্কে রাতে ঘুম বন্ধ হয়েছে ছাত্রীদের। বিষয়টি নিয়েই জানাজানি হতেই রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে।
ঠিক তারপরেই মঙ্গলবার অভিভাবকদের পরামর্শ নিয়ে এবং স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় হোস্টেলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের পুরোহিত এবং মাওলানাদের ডাকা হয়। সেখানেই মন্ত্র পাঠের পাশাপাশি দোয়া এবং প্রার্থনা করানো হয়। জলের বোতলে কোরানের সুরা পড়েন মাওলানা। পাশাপাশি পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অভিযোগ
অন্যদিকে, হোস্টেলে ভুত আতঙ্ক! তাই পুরোহিত দিয়ে মন্ত্র পাঠ ও মাওলানাকে দিয়ে কুরআন তেলাওয়াত এবং দোয়ার বন্দোবস্ত স্কুল কর্তৃপক্ষের! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ে। স্কুল সূত্রে খবর, হোস্টেলে মোট ১০০ ছাত্রী রয়েছেন। কিন্তু সম্প্রতি হোস্টেলে ভূত আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন: স্কুলের মিড-ডে মিলের খাবারে মরা টিকটিকি, অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ৫৭ পড়ুয়া
শুধু তাই নয়, ভূত আতঙ্কে রাতে ঘুম বন্ধ হয়েছে ছাত্রীদের। বিষয়টি নিয়েই জানাজানি হতেই রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে। ঠিক তারপরেই মঙ্গলবার অভিভাবকদের পরামর্শ নিয়ে ও স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে হোস্টেলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের পুরোহিত এবং মাওলানাদের ডাকা হয়। সেখানেই মন্ত্র পাঠের পাশাপাশি দোয়া এবং প্রার্থনা করানো হয়। জলের বোতলে কোরআনের সুরা পড়েন মাওলানা। পাশাপাশি পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করেন।