হোলির আগে বড় খবর, অসংরক্ষিত টিকিট থাকলেও ওঠা যাবে এই দূরপাল্লার ট্রেনগুলিতে
Connect with us

দেশের খবর

হোলির আগে বড় খবর, অসংরক্ষিত টিকিট থাকলেও ওঠা যাবে এই দূরপাল্লার ট্রেনগুলিতে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হোলির আগে ট্রেনযাত্রীদের জন্য রয়েছে বড় সুখবর। এবার থেকেই সাধারণ টিকিটেই মিলবে পুনে-মুম্বই রুটের দূরপাল্লার ট্রেনে ভ্রমণেড় ছাড়পত্র। বৃস্পতিবার একটি বিবৃতি দিয়ে এই নির্দেশিকা জারি করেছে মধ্যরেল।

রেলের তরফে জানা গিয়েছে, এবার থেকে সাধারণ টিকিট গ্রাহকরাও আগামী ২২ মার্চ থেকে পুনে-মুম্বইয়ের (Pune Mumbai) ইন্টারসিটি ট্রেনগুলিতে চড়তে পারবেন। শুধু তাই নয়, সেন্ট্রাল রেলওয়ের তরফে আরও জানানো হয়েছে যে, আগামী ২২ মার্চ থেকে অসংরক্ষিত টিকিট গ্রাহকরাও (Deccan Queen, CSMT-Pune Intercity Express, Indrayani Express and Singagad Express) এই দূরপাল্লার ট্রেনের অন্তত চারটি কামরায় উঠতে পারবেন।

আরও পড়ুন: ভাগ্য সদয় থাকলে ১০ টাকায় পেয়ে যেতে পারেন জোড়া খাসি, বিলিতি মদ, মুরগি, ইলিশ!

Advertisement

জানা গিয়েছে, অসংরক্ষিত টিকিট গ্রাহকদের জন্য Deccan Express-এর চারটি কামরা সংরক্ষিত থাকবে। এছাড়াও Sinhagad Express-এর ছয়টি কামরা যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। তবে শুধু টিকিট কাটলেই ট্রেনে চড়া যাবে না। শুধুমাত্র যারা কোভিড ভ্যাক্সিনের (Covid 19 Vaccines) দু’টি ডোজ নিয়েছেন তাঁরাই এই ট্রেনগুলিতে উঠতে পারবেন।

আরও পড়ুন: একাধিক অপরাধের মামলা, অভিযুক্তকে শুটআউট তামিলনাড়ু পুলিশের

অন্যদিকে, মধ্য রেলের তরফে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় রেলমন্ত্রকের তরফে জারি করা এই নির্দেশিকায় শুধু মাত্র যারা সম্পূর্ন টিকাকরণ করেছেন তাঁরাই ট্রেনে উঠতে পারবেন অথবা যাদের বিশেষ পাস রয়েছে তাঁরাই এই ট্রেনে উঠতে পারবেন। রেলমন্ত্রকের তরফে জারি করা এই নির্দেশিকার আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে মধ্যরেল কর্তৃপক্ষ।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.