বাংলার খবর
শর্ত সাপেক্ষে সোমবার থেকে খুলে যাচ্ছে GD Birla স্কুল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিতর্কের মুখে পড়ে অবশেষে সোমবার থেকে খুলে যাচ্ছে GD Birla সহ পাঁচ স্কুল। তবে স্কুল খুললেও এখনই ক্লাস করতে পারবে না পড়ুয়ারা। স্কুলের পুরো বেতন মেটালেই তবে করতে দেওয়া হবে স্কুল। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
গত ৭ এপ্রিল ফি বিতর্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় GD Birla Academic For Education এর অধীন পাঁচ স্কুল। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়। সম্প্রতি কলকাতা হাইকোর্ট রায় দেয়, যাদের ফি বাকি রয়েছে, তাদেরও স্কুলে প্রবেশ করতে দিতে হবে। অভিযোগ স্কুল কর্তৃপক্ষ আদালতের এই রায় মোতাবেক ফি বকেয়া থাকা পড়ুয়াদের স্কুলে ঢুকতে দিচ্ছিল না।
আরও পড়ুন: ফি বিতর্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল, কপালে চিন্তার ভাঁজ পড়ুয়াদের
জানা গিয়েছে, ঘটনার প্রতিবাদে কয়েকদিন আগেই জিডি বিড়লা স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভ পরিস্থিতিকে সামনে রেখে স্কুলের আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে, জিডি বিড়লা একাডেমি (GD Birla School) ফর এডুকেশন এর অধীনস্ত সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।