আইপিএলে ফিরছেন গৌতম গম্ভীর! নতুন ভূমিকায় দেখা যাবে প্রাক্তন নাইট অধিনায়ককে
Connect with us

খেলা-ধূলা

আইপিএলে ফিরছেন গৌতম গম্ভীর! নতুন ভূমিকায় দেখা যাবে প্রাক্তন নাইট অধিনায়ককে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবার আইপিএলে ফিরছেন গৌতম গম্ভীর। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের মেন্টর হয়ে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। গত শুক্রবারই জিম্বাবোয়ের প্রাক্তন ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ হিসেবে নিয়োগ করেছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি।

এবার গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়ে এলেন। কেকেআর-এর সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। অধিনায়কের পাশাপাশি পারফরমেন্সের দিক থেকেও যথেষ্ট সফল গম্ভীর। বর্তমানে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ২০১১ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) থেকে নাইট রাইডার্সে আসেন। তাঁর আমলেই আইপিএলে নজর কাড়ে নাইটরা। আইপিএলে ১৫৪টি ম্যাচ খেলে ৪ হাজার ২১৭ রান করেছেন গম্ভীর। ৩৬টি অর্ধশতরান রয়েছে তাঁর।

লখনউয়ের নতুন দায়িত্ব পাওয়ার পর টুইট করে গম্ভীর বলেছেন, ‘আবারও প্রতিযোগিতায় ফিরতে পরে খুশি। লখনউ আইপিএল দলের মেন্টর হিসেবে আমাকে নিযুক্ত করার জন্য সঞ্জীব গোয়েঙ্কা এবং আরপিএসজি গ্রুপকে অনেক ধন্যবাদ। এখনও আমার মধ্যে জেতারা আগুন রয়েছে। জয়ের ইচ্ছেটা এখনও আমাকে নাড়া দেয়। শুধুমাত্র সাজঘরের জন্য নয়, গোটা উত্তর প্রদেশের জন্য লড়াই করব।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.