হাড্ডাহাড্ডি লড়াই, আম্বানিকে পেছনে ফেলে ধনীদের তালিকায় গৌতম আদানি
Connect with us

ভাইরাল খবর

হাড্ডাহাড্ডি লড়াই, আম্বানিকে পেছনে ফেলে ধনীদের তালিকায় গৌতম আদানি

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি এখন আদানি গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা গৌতম আদানি। আজ্ঞে হ্যাঁ! অবাক লাগলেও সত্যি৷ তবে শুধু মুকেশ আম্বানিই নয়, এলন মাস্ককে পিছনে ফেলে দিয়েছেন গৌতম আদানি। বর্ষীয়ান এই শিল্পপতির জন্য, যা রীতিমতো গর্বের।

নিজের ছোট পণ্যের ব্যবসাকে একাধিক বন্দর, খনি এবং সবুজ শক্তিতে রূপান্তর করা আদানি ক্রমেই নিজের ব্যবসা আরো বিস্তৃত করে চলেছেন। বর্তমানে নবায়নযোগ্য শক্তি, বিমানবন্দর, ডাটা সেন্টার এবং প্রতিরক্ষা চুক্তিতেও এই ৫৯-বছর-বয়সী শিল্পপতি অগ্রসর হচ্ছেন। জানা গিয়েছে, টপ টেনে শীর্ষ ধনীদের লিস্টে শামিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে চেয়ারম্যান মুকেশ আম্বানি। সম্প্রতি সমীক্ষায় দেখা গিয়েছে, দশম স্থান থেকে একধাপ এগিয়ে উঠে এসেছে মুকেশ। আর এখানেই এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি রয়েছে চতুর্থ স্থানে। 2021 সালে, সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি সম্পদ বৃদ্ধি পেয়েছে গৌতম আদানির। সম্পদ বৃদ্ধির নিরিখে তাঁর ধারে কাছে নেই অন্য কেউ। বিভিন্ন কোম্পানি, আদানির নাম ব্যবহার করে থাকে তারা বিপুল পরিমাণ রিটার্ন দিয়েছে বাজারে। যার ফলে গোটা বছরে তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

আরও পড়ুনঃ সলমনের পর এবার খুনের হুমকির মুখে ‘ভিক্যাট’

Advertisement

আদানি গ্রুপের কিছু তালিকাভুক্ত স্টক গত দুই বছরে ৬০০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২০ সালের এপ্রিল মাস থেকেই গৌতম আদানির সম্পত্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৮ মার্চ ২০২০ সালে আদানির সম্পত্তির নেট মূল্য ছিল ৪০০ কোটি ৯১ লাখ ডলার। ২০ মাসের মধ্যে তার মোট সম্পদের পরিমাণ এক হাজার ৮০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৩৮৯ মার্কিন ডলারে। একই সময়ে মুকেশ আম্বানির মোট সম্পদের বেড়েছে মাত্র ২৫০ শতাংশ। ২০২১ সালে গৌতম আদানির দূর্দান্ত উত্থান দিয়েই শুরু হয়েছিল। যা তাকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়। তবে এখন দেখার আগামী বছরগুলোয়ও, আদানি গোষ্ঠী ঠিক কতটা লাভের মুখ দেখে।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.