বিনোদন
মর্মান্তিক পথ দূর্ঘটনায় প্রাণ গেলো ‘গৌরী এল ‘ সিরিয়াল খ্যাত অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের
শুটিং শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হলেন ‘গৌরী এল’ (Gouri Elo) খ্যাত অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (Suchandra Dasgupta)। বাইক ক্যাব করে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী।

বেঙ্গল এক্সপ্রেস : শুটিং শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হলেন ‘গৌরী এল’ (Gouri Elo) খ্যাত অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (Suchandra Dasgupta)। বাইক ক্যাব করে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। বিটি রোডের উপর দিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় প্রাণ যায় সুচন্দ্রার।
সুচন্দ্রার স্বামী আইটি কোম্পানিতে কর্মরত, স্ত্রীর দূর্ঘটনায় ভেঙে পরেছেন তিনি অন্যদিকে তার বাবাও যেন পাথর হয়ে গিয়েছেন। সুচন্দ্রা চাকরি পেলেও অভিনয়ে সময় কাটাতেন তাই চাকরি ছেড়ে দিয়ে অভিনয়ের জগতেই ফিরে এসেছিলেন। সুচন্দ্রা যখন দশম শ্রেণীর ছাত্রী তখন সে তার মাকে হারান। এমন দুর্ঘটনায় রীতিমতো শোকের ছায়া পড়েছে টলি ইন্ডাস্ট্রিতে।
আরও পড়ুন – কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি হচ্ছে জামা
আরও পড়ুন – বিশ্বের প্রথম মানব যিনি হার্ট ছাড়া বেঁচে ছিলেন
দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা বলেন, সুচন্দ্রার মাথায় হেলমেট থাকলেও সজোরে লরির ধাক্কাতে ছিটকে গিয়ে পড়ায় সেখানেই তার প্রাণ যায়। অভিনেত্রী “গৌরী এল” সিরিয়ালের পাশাপাশি পুলিশ ফাইলসের অনেকগুলি এপিসোডে তাকে দেখা গিয়েছিল।