বাংলার খবর
সামশেরগঞ্জে ফের গঙ্গা ভাঙ্গন! নদীগর্ভে তলিয়ে গেল আস্ত লক্ষ্মী মন্দির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের গঙ্গা ভাঙ্গন সামসেরগঞ্জে। বুধবার সকাল থেকে ভয়াবহ গঙ্গা ভাঙনের প্রকোপ লক্ষ্য করা গেল সামসেরগঞ্জের শিবপুরে। ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গেল বেশ কয়েকটি গাছ। পাশাপাশি তলিয়ে গেছে একটি লক্ষী মন্দির।
এলাকার বাসিন্দাদের পূজা-অর্চনার জন্য নির্মিত একমাত্র লক্ষী মন্দির গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। অবিলম্বে ভাঙন প্ৰতিরোধে ব্যবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন সাধারণ মানুষ। বুধবার সকালে এমন ছবি দেখে আঁতকে উঠেছেন সকলে। শুধু মন্দির নয়, নদীগর্ভে চলে গিয়েছে অনেক গাছ ও কয়েক বিঘা জমিও। সামশেরগঞ্জে ভাঙন নতুন নয়। এর আগে একটি শ্মশানঘাট ডুবে গিয়েছিল নদীগর্ভে। দিন কয়েক আগে থেকেই গঙ্গায় জলস্তর কমলেও নতুন করে শুরু হয়েছে ভাঙন। সেই ভাঙন ঠেকাতে বালির বস্তা ফেলা হয়। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এইভাবে ভাঙন অব্যাহত থাকলে এরপর গ্রামগুলিও তলিয়ে যেতে পারে গঙ্গায়। গত মাসে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকেও গঙ্গা ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি রাজ্যের সংশ্লিষ্ট দফতর, জেলার সাংসদ, বিধায়কদের কেন্দ্রের সঙ্গে কথা বলারও নির্দেশ দিয়েছিলেন। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেছিলেন, নদীর ধারে কেউ যেন বাড়ি না বানায়। সেচ দফতরের তরফে বারবার ভাঙন রোধের কথা বলা হয়েছে। কিন্তু স্থায়ী কোনও সমাধান মেলেনি বলেই অভিযোগ এলাকাবাসীর।