লাইফ স্টাইল
গঙ্গা দশেরা উপলক্ষে জেনে নিন শুভ সময় ও গুরুত্ব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরার উৎসব পালিত হয়। গঙ্গা দশেরার দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। অতএব, এই শুভ তিথিতে, গঙ্গায় ডুব দেওয়ার প্রথা রয়েছে। এতে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয়। আসুন জেনে নেওয়া যাক, চলতি বছর কবে গঙ্গা দশহরা পালিত হবে এবং এই উৎসবের তাৎপর্য। এ দিন হস্ত নক্ষত্র ও ব্যাতিপত যোগও থাকবে। এই যোগে গঙ্গা স্নান ও দান করা খুবই শুভ।
শুভ সময়- ২০২২ সালে গঙ্গা দশহরা ৯ জুন, বৃহস্পতিবার। দশমী তিথি শুরু হচ্ছে ৯ জুন, সকাল ৮টা ২১ মিনিটে এবং দশমী তিথি শেষ হবে ১০ জুন, সকাল ৭টা ২৫ মিনিটে।
নক্ষত্রের তাৎপর্য- জ্যোতিষীদের মতে, জ্যৈষ্ঠ মাস, শুক্লপক্ষ, দশমী তিথি, হস্ত নক্ষত্র, ব্যতিপাত যোগ, গড় করণ এবং কন্যাস্থ চাঁদ গঙ্গা দশেরার দিনে হবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্ত নক্ষত্রে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। তাই হস্ত নক্ষত্রে পূজা ও শুভকাজ সম্পূর্ণরূপে সফল বলে বিবেচিত হয়। গঙ্গা দশেরার হস্ত নক্ষত্র সকাল ৪.২৬ থেকে শুরু হবে এবং পরের দিন সকালে সূর্যোদয়ের আগে শেষ হবে।
গঙ্গা দশেরায় তৈরি বিশেষ যোগ- জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, গঙ্গা দশেরায় গ্রহ ও নক্ষত্রের মিলনে চারটি শুভ যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি-চাঁদ ও মঙ্গলের দৃষ্টি সম্পর্ক থাকবে। এতে গজ কেশরী ও মহালক্ষ্মী যোগ তৈরি হবে। একই সময়ে, বৃষ রাশিতে সূর্য-বুধের মিলন বুধাদিত্য যোগ গঠন করবে।