দেশের খবর
Presidential election 2022: রাষ্ট্রপতি নির্বাচনেও টাকার খেলা চলছে, বিস্ফোরক দাবি যশবন্ত সিনহার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রাইসিনা হিলের উত্তরসূরিদের দৌড়ের লড়াই। রাইসিনা হিল দখলে চলছে সাংসদ-বিধায়কদের ভোটাভুটি। যদিও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী সমর্থিত প্রার্থী যশবন্ত সিনহা।
তিনি বলেন, ”রাষ্ট্রপতি ভোটে গোপন ব্যালটের ব্যবস্থা থাকে। যাতে ভোটদানকারীরা নিজেদের মত প্রকাশ করতে কোনও অসুবিধায় না পড়েন। কিন্তু তার মধ্যে অর্থের খেলা চলছে। দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। আমার অনুরোধ, ভোটদানকারীরা নিজেদেক অন্তরাত্মার কথা শুনুন”।
Delhi | Union Home Minister Amit Shah cast his vote for the Presidential election, at Parliament. pic.twitter.com/BKINSA0WZy
— ANI (@ANI) July 18, 2022
যশবন্ত সিনহা আরও বলেন,”সরকার পক্ষের দিকে ভোট টানতে মোদি সরকার কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। যে রাজ্যগুলিতে তারা ক্ষমতায় নেই সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলিকে পতন ঘটানোর চেষ্টা করছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে, তিনি কেবল রাজনৈতিক লড়াই করছেন না”। আমি শুধু রাজনৈতিক লড়াই করছি না, সরকারি সংস্থার বিরুদ্ধেও লড়াই করছি। তারা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তারা দল ভাঙছে, লোকেদের তাদের ভোট দিতে বাধ্য করছে,” আইএএস অফিসার থেকে রাজনীতিবিদ হয়েছিলেন”।
Former Prime Minister and Congress MP Dr Manmohan Singh cast his vote for the Presidential election, today at the Parliament. pic.twitter.com/H6jl3O7hlb
— ANI (@ANI) July 18, 2022
অন্যদিকে, রাষ্ট্রপতি ভোটে অর্থের খেলা চলছে— যশবন্তের এই দাবিকে খারিজ করে বিজেপি নেতা রাহুল সিন্হা বলেন, ”হেরো পার্টিদের কথার কোনও গুরুত্ব নেই!” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ”উনি বুঝতে পেরেছেন যে উনি হারতে চলেছেন, তাই এখন এসব বলছেন।”