বাংলার খবর
শিল্পী নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থার আরও অবনতি! দেওয়া হল ভেন্টিলেশনে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শারীরিক অবস্থার আরও অবনতি হল প্রখ্যাত শিল্পী নারায়ণ দেবনাথের। বাইপ্যাপ সাপোর্টে থাকলেও শনিবার রাত থেকে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। অসুস্থ হয়ে গত কয়েক দিন ধরেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাঁটুল দি গ্রেট’- এর স্রষ্টা।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পীর শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমছিল। বাড়ছিল কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। কিডনির সমস্যা জটিলতর হয়েছে। জল জমেছে ফুসফুসে। তাই ঝুঁকি না নিয়ে তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেডিসিন বিশেষজ্ঞ সমরজিৎ নস্করের তত্ত্বাবধানে অন্যান্য বিভাগের বিশষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি একটি মেডিক্যাল টিম ৯৭ বছরের শিল্পীর চিকিৎসা করছে। এর আগেও বার্ধক্যজনিত কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে এবারে শিল্পী নারায়ণ দেবনাথের অবস্থা যথেষ্টই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।