বাংলার খবর
পৌরভোটে মজার প্রচার, বৌমার সমর্থনে বাড়ি-বাড়ি ঘুরছেন শ্বশুর-শাশুড়ি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পৌর নির্বাচনের মনোনয়ন নিয়ে কম জলঘোলা হয়নি। কখনও প্রার্থীর মনোনয়ন ছিঁড়ে ফেলা হয়েছে, কখনও বা অপছন্দের প্রার্থীর জন্য রাস্তায় জ্বালাতে দেখা গিয়েছে টায়ার। এবার এই সবের মধ্যেই এক অন্য ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরে।
পৌর ভোটের প্রচারে একদম ভিন্ন ছবি। তৃণমূলের প্রার্থী হয়েছেন বৌমা। দলের কর্মীদের সঙ্গে সেই প্রচারে নামলেন শ্বশুর ও শাশুড়ি। চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড। এবারের পৌর ভোটে ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন বনশ্রী সাহা। ২২ বছর বয়সী বনশ্রী সদ্য বিবাহিতা। এবারের পৌর ভোটে সম্ভবত কনিষ্ঠতম প্রার্থী। বনশ্রীর শ্বশুর লক্ষ্মণ কামিল্যা ও শাশুড়ি রীণা কামিল্যা। লক্ষ্মণ ও রীণা কামিল্যার একমাত্র ছেলের সঙ্গে মাস ছয়েক আগেই বিয়ে হয় বনশ্রীর।
যদিও লক্ষ্মণবাবুর এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগেই। লক্ষ্মণ কামিল্যা ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা হিসাবে সুপরিচিত। এবং তাঁর স্ত্রী রীণা কামিল্যা ২০১৫ পৌর ভোটে ৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর ছিলেন। এবারের পৌর ভোটে চন্দ্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে রাজনৈতিক হাতেখড়ি হতে চলেছে বৌমা বনশ্রী সাহার। আর প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই শ্বশুর-শাশুড়িকে পাশে পেয়ে খুশি বনশ্রীও। বিপুল ভোটে জয়ী হবেন বলেই আশাবাদী তিনি।