দেশের খবর
জ্বালানিতে ছেঁকা! জেনে নিন আজ কলকাতায় কত পেট্রোল-ডিজেলের দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্বালানির দামের ছেঁকায় নাজেহাল আমজনতা। গত ২২ মার্চের পর থেকে হু-হু করে একভাবে বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের দাম। টানা ১৮ দিনে ১৪ বার বাড়ল জ্বালানি তেলের দাম।
শুক্রবার রাজধানী Delhi-তে Petrol এর দাম প্রতি লিটার ১০৫.৪১ টাকা এবং ডিজেলের দাম ৯৬.৪৭ টাকা। মুম্বইতে Petrol-এর দাম ১২০.৫১ টাকা এবং Diesel-এর দাম ১০৪.৭৭ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম ১১০.৮৫ টাকা এছাড়াও লিটার প্রতি ডিজেলের দাম ১০০.৯৪ টাকা। শুক্রবার কলকাতায় পেট্রলের দাম ১১৫.১২ টাকা ও ডিজেলের দাম ৯৯.৮৩ টাকা।
এদিকে নভেম্বর মাসের পর গত ১৩৭ দিন তেলের দাম অপরিবর্তিত থাকার পর ২২ মার্চ থেকে কলকাতা সহ দেশের প্রায় সব রাজ্যের বাড়তে শুরু করেছে পেট্রোপণ্যের দাম। রীতিমতো সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রল এবং একশো ছুঁই ছুঁই করছে ডিজেলের দাম। যদিও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা করায় দেশের বাজারে তেলের দাম এভাবে বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নির্ধারিত সময়ের আগেই মুলতুবি সংসদের অধিবেশন
চলতি বছর পেট্রল এবং ডিজেলের দামের প্রথম বৃদ্ধি গত ২২ মার্চ ঘোষণা করা হয়েছিল ১৩৭ দিনের মধ্যে প্রথম বৃদ্ধি হয়। এদিকে ৩ নভেম্বর ২০২১ থেকে ২২ মার্চ পর্যন্ত, কেন্দ্রীয় সরকার পেট্রলে প্রতি লিটার ৫ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ১০ টাকা আবগারি শুল্ক কমানোর কারণে জ্বালানির দামে স্থবিরতা ছিল এবং অনেক রাজ্যও রাজ্যের কর কমিয়েছে বলে জানা গিয়েছে।