যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনের বাঙ্কারেই জন্ম নিল 'ফ্রীডম'!
Connect with us

দেশের খবর

যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনের বাঙ্কারেই জন্ম নিল ‘ফ্রীডম’!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অন্ধকারকে সরিয়েই আসে আলো। সব ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সে রকমই এক চিত্র ধরা পড়ল। বাইরে মুহুর্মুহু বিস্ফোরণ। গুলির শব্দ, আকাশে ঘুরপাক খাওয়া যুদ্ধবিমানের কানফাটা শব্দ।

গোলা, বারুদের বিস্ফোরণে ধ্বংসস্তূপ থেকে উঠা কালো ধোঁয়ায় ঢেকেছে ইউক্রেনের রাজধানী কিভের আকাশ। যেখানে এই মুহূর্তে বেঁচে থাকাটাই এখন অনিশ্চিত, সেই মৃত্যুর আশঙ্কার মধ্যেই জন্ম নিল নতুন প্রাণ। জীবন বাঁচাতে ইউক্রেন বাসীর বর্তমান ঠিকানা পাতাল রেল স্টেশন এবং কোল্ড ওয়ারের সময় তৈরি বাঙ্কার গুলো। সেই রকম এক বাঙ্কারের মধ্যেই ভীত সন্ত্রস্ত পরিবেশের মধ্যেই জন্ম নিল এক কন্যা সন্তান। জানা গিয়েছে, ‘মিয়া’ নামে ওই শিশুকন্যার জন্ম দিয়েছেন ২৩ বছরের এক তরুণী। প্রসবের সময় ওই তরুণীকে সাহায্য করেছেন কিভের পুলিশ কর্মীরাই।

যদিও রাষ্ট্রের পক্ষ থেকে সেই শিশুকন্যার নাম রাখা হয়েছে ‘স্বাধীনতা’ (ফ্রীডম)। ইউক্রেনের বিদেশমন্ত্রকের টুইটারে নবজাতক সেই শিশুকন্যার ছবি প্রকাশ করা হয়েছে। উদ্বিগ্ন মায়ের আঙুল ধরে কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে সেই নবজাতক। সেই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘আমরা যতদূর জানি, কিভের আশ্রয়স্থলে প্রথম কোনও সন্তানের জন্ম হল। মাটির নিচে। পাশেই রয়েছে জ্বলন্ত বহুতল এবং রাশিয়ান ট্যাঙ্কগগুলো। আমরা তাকে স্বাধীনতা (ফ্রীডম) বলেই ডাকব। ইউক্রেনের ওপর বিশ্বাস রাখুন। ইউক্রেনের পাশে দাঁড়ান।’ বর্তমানে মা ও শিশু- দু’জনেই সুস্থ্য আছেন বলে জানা গিয়েছে।

Advertisement