বাংলার খবর
প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এসএসসির পর এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতিতে গত সোমবারই বেআইনিভাবে চাকরি পাওয়া ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এর মধ্যেই প্রাথমিক স্কুলে শিক্ষক ও শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে! প্রতারণার অভিযোগে পুলিশ বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ারকে গ্রেফতারও করেছে। গত বিধানসভা নির্বাচনে হাওড়ার উদয়নারায়ণপুর কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন।
অভিযোগ, সুমিতরঞ্জন কাঁড়ার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু বেকার যুবক-যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। এই অভিযোগ তুলে কিছুদিন আগেই ওই বিজেপি নেতার বিরুদ্ধে উদয়নারায়ণপুরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, টাকা নিলেও চাকরি দিতে পারেননি সুমিত। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্ত বিজেপি নেতা বেশ কয়েকজনকে চেক দেন। কিন্তু সেই চেকও বাউন্স করেছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। এরপরই তারা সুমিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে উদয়নারায়ণপুর থানার পুলিশ। তারপরই গত শুক্রবার রাতে হাওড়ার ফ্ল্যাট থেকে সুমিতকে গ্রেফতার করে পুলিশ। আর সেই খবর পেয়েই, শনিবার সকালে উদয়নারায়ণপুর থানায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতারিত চাকরিপ্রার্থীরা। সুমিতের বিরুদ্ধে সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।