দেশের খবর
ফের বিজেপিতে ভাঙন, শক্তি বাড়ল তৃণমূলের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পূর্ব মেদিনীপুরের গরা-২ ব্লকের দুবদা অঞ্চলে বিজেপিতে ভাঙন অব্যাহত। বুধবার দুবদা অঞ্চলে দক্ষিণ দুবদা বুথ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। আগামী ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই বুথ সংগঠনকে মজবুত করা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্পগুলোর সুবিধা সকল মানুষ যাতে পায় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি।
উপস্থিত ছিলেন এগরা-২ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রাজকুমার দুয়ারী, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, দলের ব্লক সহ-সভাপতি প্রকাশ রায়চৌধুরী, দলের মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী আরতি মুন্ডা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারী, দুবদার উপ-প্রধান সত্যরঞ্জন মাইতি, জন্মেঞ্জয় বাঙ্গাল ছাড়াও আরও অনেকে।