দেশের খবর
ব্রিটেন থেকে কলকাতায় ফেরা চার যাত্রী করোনা পজেটিভ! ভর্তি বেলেঘাটা আইডিতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের পাশাপাশি রাজ্যেও ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক। গতকালই কলকাতা মেডিক্যাল কলেজে কর্মরত নদিয়ার কৃষ্ণনগর নিবাসী এক জুনিয়র চিকিৎসক ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এবার ব্রিটেন ফেরত ৪ জনের শরীরে ধরা পরল করোনা। তবে তাঁরা ওমিক্রনে আক্রান্ত কিনা, তা এখনও জানা যায়নি।
এই চার আক্রান্তের মধ্যে দু’জন পুরুষ, একজন মহিলা এবং একটি ৫ বছরের শিশুও রয়েছে। দুই পুরুষের বয়স ৪৪ ও ২৪ এবং মহিলার বয়স ৩১। রবিবার সকালে ওই চারজন ব্রিটেন থেকে এসে কলকাতা বিমানবন্দরে নামেন। বিমানবন্দরেই তাঁদের আরটিপিসিআর টেস্ট হলে, সেই টেস্টে তাঁদের চার জনেরই করোনা রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট পজেটিভ আসার পরই তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন ওই চার জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার সেই নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে।
সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে, তাঁরা কেউ ওমিক্রনে আক্রান্ত কিনা। গতকাল ওমিক্রনে আক্রান্ত জুনিয়র চিকিৎসক অনির্বাণ হালদারও বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই চিকিৎসকের পরিবারের প্রত্যেকের করোনা টেস্ট করানো হয়। চিকিৎসকের মায়েরও করোনা রিপোর্ট পজেটিভ আসায় তাঁকেও কল্যাণী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনির্বাণবাবুর বাবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। নদিয়া জেলায় প্রথম ওমিক্রমে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। গোটা কৃষ্ণনগর শহর সহ নদিয়া জেলাতেই উদ্বেগ ছড়িয়েছে।