দিল্লির ক্যাপিটালসের আরও চার ক্রিকেটার করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি মার্শ
Connect with us

খেলা-ধূলা

দিল্লির ক্যাপিটালসের আরও চার ক্রিকেটার করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি মার্শ

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  আইপিএলে ক্রমশ চোখ রাঙাতে শুরু করেছে করোনা আতঙ্ক। ফিজিও প্যাট্রিক ফারহার্টের হাত ধরে আগেই দিল্লি ক্যাপিটালস শিবিরে এবং ১৫তম আইপিএলে ঢুকে পড়েছিল করোনা। এবার দলের অজি অলরাউন্ডার মিচেল মার্শ সহ চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। তারমধ্যে দলের চিকিৎসক অভিজিৎ সালভি, সাপোর্ট টিমের আরও এক সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। এ ছাড়া আর কারা আক্রান্ত হয়েছেন, তাঁদের নাম অবশ্য প্রকাশ করা হয়নি।

তবে আক্রান্ত বাকিদের নিয়ে এই মুহূর্তে কোনও উদ্বেগের কারণ না থাকলেও মার্শের শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শুধু তাই নয়, মুম্বইয়ের যে হোটেলে ঋষভ পন্থরা রয়েছেন, সেই হোটেলের চারজন কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবারই পুনেতে পঞ্জাব কিংস-এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালস-এর। সেই কারণে সোমবারই দিল্লি দলের পুনে যাওয়ার কথা ছিল। কিন্তু শিবিরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় গোটা দলকেই মুম্বইয়ে হোটেলের ঘরেই আইসোলেশনে রাখা হয়েছে। ফলে বুধবারের ম্যাচ স্থগিত করে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পুনে থেকে দিল্লির ম্যাচ মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে সরিয়ে আনা হয়েছে।

জানা গিয়েছে, ম্যাচের আগে বুধবার সকালে আরও এক দফায় ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে ওই ম্যাচ হবে কিনা। বোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৬ এপ্রিল থেকে গোটা দিল্লি দলের নিয়মিত টেস্ট করা হচ্ছে। চতুর্থ রাউন্ডের টেস্টের ফলাফল বাকিদের নেগেটিভ এসেছে। ২০ তারিখ অর্থাৎ বুধবার সকালে আরও একদফায় টেস্ট হবে। আইপিএলের কোভিড বিধি অনুযায়ী করোনার কারণে কোনও ম্যাচ স্থগিত হলে, সেই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়। একান্ত কোনও কারণে যদি বুধবারের দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ না হয়, তাহলে সেই ম্যাচ কবে হবে, তার সিদ্ধান্ত নেবে গভর্নিং কাউন্সিল। যদিও এক আইপিএল কর্তা জানিয়েছেন, বুধবারের ম্যাচের জন্য দিল্লির ১২ জন ক্রিকেটার তৈরি রয়েছেন। যদি ন্যূনতম ১২ জনকে পাওয়া না যায়, তাহলে আইপিএল কমিটি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে আইপিএলে করোনার আতঙ্ক ক্রমশই জাঁকিয়ে বসেছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.