বাংলার খবর
বগটুই হত্যাকাণ্ডে মুম্বই থেকে CBI জালে ৪

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রামপুরহাট হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে মুম্বই থেকে গ্রেফতার করল CBI। বাপ্পা শেখ-সাবু শেখ সহ সিবিআই-এর জালে ৪ জন। অগ্নিকান্ডের ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে সেদিন তারাও ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। মূল অভিযুক্ত লালন শেখের ২ সঙ্গী গ্রেফতার।
জানা গিয়েছে, FIR-এ নাম রয়েছে বাপ্পা শেখের। ঘটনার দিন ধৃতেরা মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গে ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।
উল্লেখ্য, প্রতিশ্রুতি রেখেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বগটুই হত্যাকাণ্ডে নিহত ১০ জনের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। চাকরিতে যোগদানের ক্ষেত্রে তাঁদের যাতে কোনও সমস্যা না হয় তা দেখার জন্য জেলাশাসকদের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আগামী বুধবারের মধ্যেই তাঁদের প্রত্যেককে চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকেই নিজের জেলায় চাকরি পেয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বগটুই কাণ্ডে যে ১০ জন চাকরি পেলেন তাঁরা হলেন, সাবিনা ইয়াসমিন। রাজ্যসরকারের তরফে তাঁকে রামপুরহাট হেলথ ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে। রামপুরহাট হেলথের CMOH-এর আন্ডারে চাকরি পেলেন মহম্মদ ইব্রাহিম। একই দফতরে চাকরি পেয়েছেন কিরণ শেখ। রামপুরহাট SD I and CA দফতরে চাকরি পেয়েছেন তাবিনা বিবি। ওই একই দফতরে কাজ পেয়েছেন মিহিলাল শেখ।
আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বগটুই হত্যাকাণ্ডে নিহত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র
রামপুরহাট BLRO দফতরে কাজে যোগ দেবেন মতিজা বিবি। হাসিনারা খাতুনকে আমোদপুর বিডিও অফিসে নিযুক্ত করা হচ্ছে। আব্দুল সামাদ গাজিকে নানুর BDO অফিসে চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও আব্দুল আজিজ শেখ নিযুক্ত হচ্ছেন Home and Hill Department-এ। আসাদুল শেখকে নিয়োগ করা হচ্ছে রামপুরহাটের SDPO অফিসে।
আরও পড়ুন: ‘BJP আপনারা বোকা, CPM দিচ্ছে ধোঁকা’: মমতা বন্দ্যোপাধ্যায়
এই বিষয়ে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বীরভূমের বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১০ জনকেই তাঁদের নিজেদের জেলার মধ্যেই চাকরি দেওয়া হল। মুখ্যমন্ত্রী নিজের অধীনে যে দফতরগুলি দেখেন তার মধ্য থেকেই এই চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকেই প্রথমে ১০ হাজার টাকা বেতনে এই চাকরি করবেন। পরে মাইনে বাড়ানো হবে। এছাড়াও চাকরি পাওয়ার একবছরের কনফার্মেশন দেওয়া হবে।