বাংলার খবর
জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামীর রহস্যমৃত্যু
২০০০ সালে জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন অপর্না ভট্টাচার্য। অন্যদিকে, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন সদস্য ছিলেন সুবোধ ভট্টাচার্য।

নিউজ ডেস্ক : দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি (Jalpaiguri News) শহর জুড়ে। মৃত ওই স্বামীর নাম সুবোধ ভট্টাচার্য ও স্ত্রী হলেন অপর্না ভট্টাচার্য। ২০০০ সালে জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন অপর্না ভট্টাচার্য। অন্যদিকে, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন সদস্য ছিলেন সুবোধ ভট্টাচার্য।
জলপাইগুড়ি পুর এলাকার ১২ নং ওয়ার্ডের পান্ডাপাড়া মোড়ের বাসিন্দা এই দম্পতি । শনিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই পরিবারের অন্যান্য সদস্যরা স্বামী ও স্ত্রীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষনা করেন।তবে কি কারনে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ।
স্থানীয় কাউন্সিলর মনিন্দ্রনাথ রায় বলেন দু:খজনক ঘটনা।আমাদের তৃণমূল কংগ্রেসের সদস্যা ছিলেন অপর্না ভট্টাচার্য। সুবোধ ভট্টাচার্য সমাজসেবার কাজে যুক্ত ছিল। অপর্না ভট্টাচার্য (Aparna Bhattacharya) জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চাইল্ড লাইনে কর্মরত ছিলেন।মৃত্যুর কারন কী এখনো জানা যায়নি, এদিকে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর নারায়ন সরকার বলেন,কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝতেই পারলাম না।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে সুবোধ ভট্টাচার্য এর ভাই উত্তম ভট্টাচার্য বলেন, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন দাদা- বৌদি ।