দেশের খবর
উত্তর প্রদেশে কংগ্রেস শিবিরে ধাক্কা, দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের দিকেই নজর গোটা দেশের। কারণ, কথায় বলে উত্তর প্রদেশ যার দিল্লি তার। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে শুরু ভোট। তাই উত্তর প্রদেশে যখন সমস্ত রাজনৈতিক দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক সেই সময় বড়সর ধাক্কা খেল কংগ্রেস।
দল ছাড়লেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং। মঙ্গলবার তিনি টুইটারে তাঁর দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। ইস্তফাপত্র কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পাঠিয়েছেন আরপিএন সিং। ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন কুশিনগর আসনের এই প্রাক্তন সাংসদ। সূত্রের খবর, এদিন বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। উল্লেখ্য, গোয়া, মেঘালয়েও কংগ্রেস শিবিরে ভাঙন অব্যাহত। একের পর এক নেতা দল ছাড়ছেন। এবার তাতে যোগ হল উত্তরপ্রদেশও। দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী। উত্তরপ্রদেশে ভোটের আগে যা বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিকমহল।