রাজনীতি
উপাচার্যকে হুমকির জের, পুলিশের জালে বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উপচার্যকে ঘেরাও করে গালিগালাজ এবং হুমকির অভিযোগে তৃণমূলের বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করল টেকনো থানার পুলিশ। রবিবার তাকে সল্টলেক নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, উপাচার্যের ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল। এছাড়াও অভিযোগ ওঠে ‘চড় মারব’ বলেও হুমকি দিয়েছিল ওই ছাত্রনেতা। এই ঘটনার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে ওই যুবক তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট হিসেবেই পরিচিত। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে, বেশ কিছুদিন আগেই ধৃত ওই ছাত্র নেতাকে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করেন উপাচার্য মহম্মদ আলি।
অভিযোগ এরপরই ঘটনার প্রতিশোধ নিতে উপাচার্যের ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় সে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে উপাচার্যকে। বিদ্যাঙ্গনের মতো এমন জায়গায় খোদ উপাচার্যের গায়ে হাত তোলা হচ্ছে! ঘটনার নিন্দায় সরব বুদ্ধিজীবী মহল। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কীভাবে হেনস্থা করা হচ্ছে উপাচার্যকে। প্রকাশ্যে যে ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে তার নিন্দা করছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: বিধায়কের হাত ধরে ঘাসফুলে যোগ দিলেন BJP সহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী
রবিবার তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “আলিয়ায় (Aliah University) যে নেতাকে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি বলা হচ্ছে তাকে ৩ বছর আগেই দল সরিয়ে দিয়েছে অশ্লীল ও দলবিরোধী কাজ করার জন্য। আমাদের বক্তব্য দলের বদনাম করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে। ইচ্ছা করে ভিডিয়ো রেকর্ড করা হয়েছে অশ্রাব্য গালিগালাজ দিয়ে। সরকারের ও দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফে উপাচার্যকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন অবিলম্বে থানায় অভিযোগ জানান। পুলিশের কাছে অনুরোধ তারা যেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে।” তৃণমূলের দাবি, উপাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট বার করে আনে।
প্রসঙ্গত, এদিকে হাইকোর্টে মেলেনি রক্ষাকবচ। ফের বীরভূমের তৃণমূল নেতা Anubrata Mandal-কে তলব করল CBI। এই নিয়ে পঞ্চমবার সিবিআই তলব করা হল বীরভূমের এই নেতাকে। যদিও এর আগেও চারবার নানা অছিলায় CBI-জেরা এড়িয়েছেন তিনি।
জানা গিয়েছে, আগামী ৬ এপ্রিল CBI এর দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবারও যদি তিনি হাজিরা না দেন তাহলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। যদিও CBI-এর এই নির্দেশের আগেই এবার বগটুই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেল সিবিআই-এর প্রশংসা।
আরও পড়ুন: হাইকোর্টে মেলেনি রক্ষাকবচ, ৬ এপ্রিল CBI তলব অনুব্রতকে
অন্যদিকে, গরুপাচার মামলায় আরও বিপাকে অনুব্রত মণ্ডল। রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। গত
১৫ মার্চ নিজাম প্যালেসে তলব করা হয় অনুব্রত মণ্ডলকে। যদিও সেই সময় CBI দফতরে হাজিরা না দিয়ে বোলপুরের কাছাকাছি সিবিআই প্রশ্নের উত্তর দিতে চান অনুব্রত মণ্ডল।